বিশ্ব চ্যাম্পিয়নরা জিম্বাবুয়েকে হারাল ৪-১ ব্যবধানে
-
1
তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ
-
2
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
-
3
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
-
4
বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
-
5
হজের লড়াকু সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ
বিশ্ব চ্যাম্পিয়নরা জিম্বাবুয়েকে হারাল ৪-১ ব্যবধানে
বিশ্ব চ্যাম্পিয়নরা জিম্বাবুয়েকে হারাল ৪-১ ব্যবধানে
হারারেতে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪২ রানের জয় তুলে নিয়েছে ভারত। জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। এরপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি, টানা চার জয়ে শুবমান গিলের দল শেষ করল সিরিজ। ৪–১ ব্যবধানে সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করল নতুন ভারত।
নিয়মরক্ষার ম্যাচেও দাপুটে জয় ভারতের, জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪-১ সিরিজ জিতল এক তরুণ ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজ গত রাতেই জিতে নিয়েছিল ভারত। সিরিজের শেষ নিয়মরক্ষার ম্যাচেও ভারত শেষ হাসি হাসল। জিম্বাবুয়েকে হারাল ৪২ রানে। সিরিজসেরা হয়েছেন ৮ উইকেট শিকার ও ২৮ রান করা ওয়াশিংটন সুন্দর।
টসে হেরে আগে ব্যাট করতে নামা ভারত ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে স্কোরবোর্ডে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ওভার শেষের আগেই গুটিয়ে যায় মাত্র ১২৫ রানে।
এদিন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটার স্যাঞ্জু স্যামসন। ৪৫ বল খেলে স্যামসন ৪ টি ছক্কা ও ১ চারে সাজান তার এই গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া শিবাম দুবে ১২ বলে খেলেন ২৬ রানের ক্যামিও।
ভারতের রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ওপেনার ওয়েসলি মাধেবেরে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরত যান। বাকি ব্যাটারদের মধ্যে মারুমানি (২৭), ব্রায়ান বেনেট (১০), ডিওন মায়ার্স (৩৪) ও ফরাজ আকরাম (২৭) ছাড়া বাকিরা এলেন আর গেলেন। কেউই ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। জিম্বাবুয়ের ইনিংস ১৮.৩ ওভারে থেমে গেল ১২৫ রানে। ভারতীয় বোলারদের মধ্যে মুকেশ কুমার একাই চারটি উইকেট নেন।
