যে পজিশনে সুযোগ পাই, আমি অবদান রাখতে চাই -- মাহিদুল অঙ্কন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের
-
2
অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব
-
3
৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের
-
4
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
5
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
যে পজিশনে সুযোগ পাই, আমি অবদান রাখতে চাই -- মাহিদুল অঙ্কন
যে পজিশনে সুযোগ পাই, আমি অবদান রাখতে চাই -- মাহিদুল অঙ্কন
বিপিএলকে সামনে রেখে নোয়াখালী এক্সপ্রেসের ড্রেসিংরুমে এখন প্রস্তুতির সঙ্গে চলছে জায়গা পাওয়ার প্রতিযোগিতা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটিতে প্রত্যেক ক্রিকেটারের সামনে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জকেই সুযোগ হিসেবে দেখছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
এবারের বিপিএলের জন্য শক্তিশালী স্কোয়াড গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামে না চাইতেই টানা দুই ডাকে জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে টেনে আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি।
সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত অঙ্কন। জাতীয় দলের স্বপ্ন মাথায় রেখেও দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় মানিয়ে নেওয়ার মানসিকতা তার। জাতীয় দলে ফেরার লক্ষ্য ও ব্যক্তিগত ভাবনার কথা জানিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
"অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়ই চায় ভালো ক্রিকেট খেলে জাতীয় দলে খেলতে, জাতীয় দলের হয়ে ভালো খেলতে। আমারও অবশ্যই লক্ষ্য আছে, আমি দলের হয়ে যেখানে যে পজিশনে সুযোগ পাই আমি যাতে অবদান রাখতে পারি। আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাআল্লাহ ভালো সুযোগ আসবে।"
পজিশন নিয়ে দলগত চিন্তাভাবনার বিষয়টিও পরিষ্কার করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট পজিশনের বাইরে গিয়ে পরিস্থিতি অনুযায়ী খেলতে প্রস্তুত থাকার কথা জানান তিনি। দলের কৌশল ও পজিশন পরিবর্তনের প্রসঙ্গ টেনে অঙ্কন বলেন,
"আমরা যারা মিডল অর্ডার, লোয়ার অর্ডারে খেলি। যে কারোর পজিশন চেঞ্জ হতে পারে। তার কারণে আমরা আগে থেকেই যদি সেট করে রাখি যে আমি এই পজিশনে খেলব সেটা হবে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা কোন পজিশনে কখন কে কোথায় আসলে নামবে, কে কোথায় কার কি প্ল্যান ওই অনুযায়ী খেলবে।"
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির মতো অভিজ্ঞ ক্রিকেটার। সুযোগ পেলে তার কাছ থেকে শেখার আগ্রহের কথাও জানিয়েছেন অঙ্কন। দলের সাফল্যে এই অভিজ্ঞতার গুরুত্বের দিকেই ইঙ্গিত করেছেন তিনি। মোহাম্মদ নবির অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা জানিয়ে অঙ্কন বলেন,
"অবশ্যই অনেক কাজে লাগবে। সে (মোহাম্মদ নবি) অনেক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে, বিপিএলও অনেক বছর খেলছে। আশা করছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো দল হিসেবে।"
চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছে নোয়াখালী এমন বিশ্বাস অঙ্কনের। তবে ট্রফির ভাগ্য নির্ভর করবে মাঠে দল হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারে, তার ওপর। তাই মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি। দলের লক্ষ্য ও নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে অঙ্কন বলেন,
"সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা শুরু থেকে দল হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারছি, কতটা সবাই পারফরম্যান্স করতে পারছে সেটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।"
