নাসুম,জাবেদ,ইথান ব্রুকসদের সংবর্ধনায় মুখর মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নাসুম,জাবেদ,ইথান ব্রুকসদের সংবর্ধনায় মুখর মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়
নাসুম,জাবেদ,ইথান ব্রুকসদের সংবর্ধনায় মুখর মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়
সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট টাইটান্সের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগ নেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী।
ফাহিম আল চৌধুরী ট্রাস্টের আয়োজনে বিদ্যালয়ের ফাহিম আল চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সিলেট টাইটান্সের পাঁচ ক্রিকেটার নাসুম আহমেদ, রাহাতুল ফেরদৌস জাবেদ, খালেদ আহমেদ, ইথান ব্রুকস ও সাইম আয়ুব। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মাহিদুল ইসলাম সামির বাবা মো. ফখরুল ইসলাম।
প্রিয় ক্রিকেটারদের একনজর দেখতে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানের মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থীসহ আশপাশের এলাকার প্রায় এক হাজার ক্রিকেট অনুরাগীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাব্বির আহমেদ এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পেশাদার ক্রিকেটারদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট সিলেটে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন, বৃত্তি প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
