আইএল টি-টোয়েন্টি শেষ, দেশে ফেরার পথে মুস্তাফিজ, রংপুর রাইডার্সে যোগ দেওয়ার প্রস্তুতি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আইএল টি-টোয়েন্টি শেষ, দেশে ফেরার পথে মুস্তাফিজ, রংপুর রাইডার্সে যোগ দেওয়ার প্রস্তুতি

আইএল টি-টোয়েন্টি শেষ, দেশে ফেরার পথে মুস্তাফিজ, রংপুর রাইডার্সে যোগ দেওয়ার প্রস্তুতি

আইএল টি-টোয়েন্টি শেষ, দেশে ফেরার পথে মুস্তাফিজ, রংপুর রাইডার্সে যোগ দেওয়ার প্রস্তুতি

নতুন আসরের শুরুতে মুস্তাফিজুর রহমান যেন দুই মহাদেশে একসঙ্গে নজর কেড়েছেন। আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি থেকে দেশে ফেরার আগে তার ঝড়ো বোলিং এবং আইপিএলে রেকর্ড দামের নিলাম, সব মিলিয়ে এ সময়টি মুস্তাফিজের জন্য আনন্দঘন ও ব্যস্ততারই সংমিশ্রণ।

আইপিএল নিলামে ১২ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিক্রি হওয়া মোস্তাফিজ আইএল টি-টোয়েন্টিতেও দারুণ ফর্মে ছিলেন। দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন। আজ শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে শীর্ষ উইকেটশিকারির তালিকায় প্রথমে মুস্তাফিজের নাম ছিল যৌথভাবে। শেষমেশ তার সতীর্থ ওয়াকার সালামখেইল দুই উইকেট নিয়ে তাকে সামান্য ছাড়িয়ে যান। তবুও টুর্নামেন্ট জুড়ে যে ধারাবাহিক বোলিং করেছেন মুস্তাফিজ, তা দেখে দুবাই ক্যাপিটালস নিশ্চয়ই তাকে মিস করবে।

আজ দুপুরে ঢাকায় ফেরার পর মুস্তাফিজকে খুব বেশি সময় বিশ্রামে কাটাতে হবে না। সিলেটে দল রংপুর রাইডার্সের হয়ে তার প্রথম ম্যাচ সোমবার। ঢাকায় ফিরে দুই দিনের সংক্ষিপ্ত বিরতির পর সাতক্ষীরার গ্রামের বাড়িতে চলে যাবেন। সেখান থেকে ফিরে রবিবার দলে যোগ দেবেন এবং বিপিএলের মাঠে নতুন ফর্ম দেখাতে প্রস্তুত হবেন।