চট্টগ্রাম ছাড়াই বিপিএল, সিলেট ও ঢাকায় পুনর্নির্ধারিত সূচি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রাম ছাড়াই বিপিএল, সিলেট ও ঢাকায় পুনর্নির্ধারিত সূচি
চট্টগ্রাম ছাড়াই বিপিএল, সিলেট ও ঢাকায় পুনর্নির্ধারিত সূচি
চট্টগ্রামের গ্যালারি নীরব থাকছে, আর বাড়তি চাপ সামলাতে হচ্ছে সিলেটকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হঠাৎ করেই বদলে গেল ভেন্যুর চিত্র। আসরের মাঝপথে এসে বড় সিদ্ধান্তে চট্টগ্রাম পর্ব বাতিল করে ওই পর্বের সবগুলো ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে। এতে পুরো টুর্নামেন্টের সূচিতেই এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, লজিস্টিক ও ব্যবস্থাপনাগত কারণে চট্টগ্রাম পর্ব আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই সেখানে নির্ধারিত ১২টি ম্যাচ সিলেটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ১ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিলেট পর্ব। এ পর্বে দুপুর ও সন্ধ্যায় মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট টাইটানস, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্স সব দলই এই ভেন্যুতে একাধিক ম্যাচ খেলবে।
সিলেট পর্বে ১ জানুয়ারি সিলেট টাইটানস ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে খেলা শুরু হবে। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৫ জানুয়ারি থেকে টুর্নামেন্টের ঢাকা পর্ব শুরু হবে।
ঢাকা পর্বে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচগুলো মাঠে গড়াবে। এরপর ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার। ২১ জানুয়ারি রয়েছে আরেকটি কোয়ালিফায়ার ম্যাচ, আর সবশেষে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল।
এক নজরে সূচি:
সিলেট পর্ব
১ জানুয়ারি
দুপুর ১টা: সিলেট টাইটানস VS ঢাকা ক্যাপিটালস
সন্ধ্যা ৬টা: রংপুর রাইডার্স VS রাজশাহী ওয়ারিয়র্স
২ জানুয়ারি
দুপুর ২টা: ঢাকা ক্যাপিটালস VS চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৭টা: সিলেট টাইটানস VS রংপুর রাইডার্স
৪ জানুয়ারি
দুপুর ১টা: সিলেট টাইটানস VS চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৬টা: ঢাকা ক্যাপিটালস VS রংপুর রাইডার্স
৫ জানুয়ারি
দুপুর ১টা: নোয়াখালী এক্সপ্রেস VS সিলেট টাইটানস
সন্ধ্যা ৬টা: চট্টগ্রাম রয়্যালস VS রংপুর রাইডার্স
৭ জানুয়ারি
দুপুর ১টা: ঢাকা ক্যাপিটালস VS নোয়াখালী এক্সপ্রেস
সন্ধ্যা ৬টা: চট্টগ্রাম রয়্যালস VS সিলেট টাইটানস
৮ জানুয়ারি
দুপুর ১টা: নোয়াখালী এক্সপ্রেস VS রাজশাহী ওয়ারিয়র্স
সন্ধ্যা ৬টা: ঢাকা ক্যাপিটালস VS সিলেট টাইটানস
৯ জানুয়ারি
দুপুর ২টা: রাজশাহী ওয়ারিয়র্স VS চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৭টা: নোয়াখালী এক্সপ্রেস VS রংপুর রাইডার্স
১১ জানুয়ারি
দুপুর ১টা: রাজশাহী ওয়ারিয়র্স VS রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬টা: নোয়াখালী এক্সপ্রেস VS ঢাকা ক্যাপিটালস
১২ জানুয়ারি
দুপুর ১টা: সিলেট টাইটানস VS রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬টা: রাজশাহী ওয়ারিয়র্স VS ঢাকা ক্যাপিটালস
ঢাকা পর্ব
১৫ জানুয়ারি
দুপুর ১টা: চট্টগ্রাম রয়্যালস VS নোয়াখালী এক্সপ্রেস
সন্ধ্যা ৬টা: রাজশাহী ওয়ারিয়র্স VS সিলেট টাইটানস
১৬ জানুয়ারি
দুপুর ২টা: রংপুর রাইডার্স VS ঢাকা ক্যাপিটালস
সন্ধ্যা ৭টা: চট্টগ্রাম রয়্যালস VS রাজশাহী ওয়ারিয়র্স
১৭ জানুয়ারি
দুপুর ১টা: রংপুর রাইডার্স VS নোয়াখালী এক্সপ্রেস
সন্ধ্যা ৬টা: চট্টগ্রাম রয়্যালস VS ঢাকা ক্যাপিটালস
প্লে-অফ ও ফাইনাল
১৯ জানুয়ারি
দুপুর: প্রথম এলিমিনেটর
সন্ধ্যা: দ্বিতীয় কোয়ালিফায়ার
২১ জানুয়ারি
দ্বিতীয় কোয়ালিফায়ার
২৩ জানুয়ারি
ফাইনাল
