জাজাইকে পেল সিলেট, বিপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাথিউস ও জোন্স

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জাজাইকে পেল সিলেট, বিপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাথিউস ও জোন্স

জাজাইকে পেল সিলেট, বিপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাথিউস ও জোন্স

জাজাইকে পেল সিলেট, বিপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাথিউস ও জোন্স

নতুন আসরের বিপিএল সামনে রেখে দল সাজাতে গিয়ে একসঙ্গে সুখবর ও হতাশার মুখে পড়েছে সিলেট টাইটান্স। একদিকে দলে যুক্ত হয়েছে নতুন মুখ, অন্যদিকে শেষ মুহূর্তে পরিকল্পনা থেকে ছিটকে গেছেন দুই বিদেশি ক্রিকেটার।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেটের জার্সিতে খেলবেন আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হজরতউল্লাহ জাজাই। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। তবে একই ঘোষণায় জানানো হয়, শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স বিপিএলে অংশ নিচ্ছেন না।

সিলেট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রয়োজনীয় ‘অনাপত্তিপত্র’ না পাওয়ায় অ্যারন জোন্সের বিপিএল খেলা সম্ভব হয়নি।

এদিকে দল পুনর্গঠনের অংশ হিসেবে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে সিলেট। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার পুরো মৌসুমজুড়েই দলের সঙ্গে থাকবেন। বিপিএলের মঞ্চ দিয়েই তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনো বড় কোনো সাফল্য দেখাতে পারেননি ব্রুকস, তবুও তাকে ঘিরে সম্ভাবনার দিকেই তাকিয়ে আছে সিলেট শিবির।