সিরিজে টিকে থাকার লড়াইয়ে টাইগারদের সম্ভাব্য একাদশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সিরিজে টিকে থাকার লড়াইয়ে টাইগারদের সম্ভাব্য একাদশ
সিরিজে টিকে থাকার লড়াইয়ে টাইগারদের সম্ভাব্য একাদশ
প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার বেদনাময় অভিজ্ঞতা পেছনে ফেলে আজ নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামছে লিটন দাসের দল। ঘরের মাঠে সিরিজে টিকে থাকার এই ম্যাচে বদলে যেতে পারে টাইগারদের একাদশ।
সিরিজের প্রথম ম্যাচে টপ ও মিডল অর্ডারের ব্যাটারদের নিষ্প্রভতায় হতাশ হয়েছে দল। তাই ব্যাটিং শক্তিশালী করতে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। শামীম পাটোয়ারীর জায়গায় সুযোগ পেতে পারেন জাকের আলী। দলে ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী ও পেসার শরিফুল ইসলাম। বিশ্রাম পেতে পারেন টানা ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
কম্বিনেশনে এবার তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ব্যাটিং সহায়ক উইকেটে এবার দ্রুত রান তোলার পাশাপাশি ইনিংস বড় করার দিকেও নজর থাকবে লিটনদের।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পেলেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ম্যাচ শেষের ১২ ঘণ্টা পরই অনুশীলনে নেমে পড়ে তারা। একসময় টি-টোয়েন্টিতে দাপুটে দল হিসেবে পরিচিত ক্যারিবীয়রা এখন নিজেদের পুরোনো ছন্দ খুঁজে ফেরার লড়াইয়ে, আর বাংলাদেশ চায় ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা আনতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।
