সাকিবের পর লঙ্কা টি-টেনে দল পেলেন সৌম্য সরকার
-
1
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
2
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
3
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
সাকিবের পর লঙ্কা টি-টেনে দল পেলেন সৌম্য সরকার
সাকিবের পর লঙ্কা টি-টেনে দল পেলেন সৌম্য সরকার
লঙ্কা টি-টেন সুপার লিগের উদ্বোধনী সংস্করণে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেলেন সৌম্য সরকার। সাকিবকে অবশ্য সরাসরি চুক্তি আগেই দলে যুক্ত করে গল মারভেলস ফ্র্যাঞ্চাইজি। আজ প্লেয়ার্স ড্রাফট থেকে ওপেনার সৌম্যকে কিনে নেয় হাম্বানটোটা বাংলা টাইগার্স।
লঙ্কা টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে নিয়েছে গল মারভেলস। প্লাটিনাম প্লেয়ার ক্যাটাগরিতে থাকা সাকিবকে প্রি-ড্রাফট বাছাইয়ে দলে যুক্ত করে গল ফ্র্যাঞ্চাইজি। আজ প্লেয়ার্স ড্রাফট থেকে আরও এক বাংলাদেশি এই লিগে পায় দল।
হাম্বানটোটা বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের টেবিল থেকে বাংলাদেশের তারকা ওপেনার সৌম্য সরকারকে দলে ভেড়ায়। বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি 'সি' তে থাকা সৌম্যকে তারা কিনে নেয় ভিত্তিমূল্যে। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম কোনো বিদেশি লিগ মাতাতে যাবেন সৌম্য।
হাম্বানটোটা দলে সৌম্য সরকার সতীর্থ হিসেবে পাবেন দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, হযরতউল্লাহ জাজাই, কুশল পেরেরা, মোহাম্মদ শাহজাদকে।
আগামী ১২ ডিসেম্বর শুরু হবে ছোট্ট সংস্করণের টুর্নামেন্টটি। শেষ হবে ২২ ডিসেম্বর। তার আগে আজ ১০ নভেম্বর অনুষ্ঠিত হয় ক্রিকেটারদের নিলাম। যেখানে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
