পাকিস্তানে বাংলাদেশময় এক দিন
-
1
আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
-
2
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
3
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
4
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
-
5
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
পাকিস্তানে বাংলাদেশময় এক দিন
পাকিস্তানে বাংলাদেশময় এক দিন
রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ করল ৫৬৫! ১১৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই হারায় সাইম আইয়ুবকে। শরিফুলের আঘাতে আইয়ুবকে দ্রুত হারালেও পাকিস্তান চতুর্থ দিনের খেলা শেষ করে স্কোরবোর্ডে ২৩ রান নিয়ে।
এখনও পাকিস্তান পিছিয়ে আছে ৯৪ রানে, হাতে বাকি ৯ উইকেট। দিনের শেষ সেশনে খেলা হয়েছে মোট ২৯.৩ ওভার, ৫ উইকেটের বিপরীতে রান এসেছে ৯৩।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তান হারাল সাইম আইয়ুবের উইকেট। উদ্বোধনী জুটি ভাঙলেন শরিফুল ইসলাম, ১ রানের বেশি করতে পারেননি প্রথম ইনিংসে ফিফটি পাওয়া সাইম। এরপর অধিনায়ক শান মাসুদ এসে আবদুল্লাহ শফিককে সঙ্গ দেন। ওপেনার শফিক ১২ ও মাসুদ ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে ১৬৭.৩ ওভার খেলা বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৫৬৫ রানের বিশাল সংগ্রহ। আগের দিন সেঞ্চুরির আক্ষেপে পুড়েন সাদমান, আজ খুব কাছে গিয়েও মুশফিকুর রহিম ছুঁতে পারেননি ডাবল শতক। ১১তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ১৯১ রান করে আউট হন এই দেশসেরা ব্যাটার। মোহাম্মদ আলির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।
শুরু থেকেই দুর্দান্ত খেলা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের এগারো নম্বর সেঞ্চুরি। সেঞ্চুরি ছুঁতে মুশফিক খেলেছেন ২০০ বল। বাংলাদেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১২)। নিজের ১১তম টেস্ট সেঞ্চুরি হলেও পাকিস্তানের বিপক্ষে এটিই মুশফিকের প্রথম।
