জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
2
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
3
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
4
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
-
5
সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
বাংলাদেশ নারী ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করা সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্তে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানায়।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি নারী দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং সাবেক অধিনায়ক জাহানারা আলমের প্রকাশিত অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ নভেম্বর ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেন, জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের হাতে তিনি যৌন হয়রানির শিকার হন।
সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, বিষয়টি তিনি বিসিবিকে জানালেও কোনো প্রতিকার পাননি। তাঁর এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে আরও কয়েকজন নারী ক্রিকেটার মুখ খুলে বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তোলেন। পাশাপাশি বর্তমানে জাতীয় দলে থাকা কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।
এই ঘটনাগুলোর প্রেক্ষিতে বিসিবি অবশেষে পদক্ষেপ নেয় এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ যাচাই ও প্রয়োজনীয় সুপারিশের উদ্যোগ নেয়।
বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত কমিটি দ্রুত কার্যক্রম শুরু করবে এবং প্রতিবেদন জমা দেওয়ার পর বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
