বিপিএলে অবহেলার পরও ধন্যবাদ রংপুরকে, পারফরম্যান্সে কথা বললেন মাহমুদউল্লাহ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএলে অবহেলার পরও ধন্যবাদ রংপুরকে, পারফরম্যান্সে কথা বললেন মাহমুদউল্লাহ

বিপিএলে অবহেলার পরও ধন্যবাদ রংপুরকে, পারফরম্যান্সে কথা বললেন মাহমুদউল্লাহ

বিপিএলে অবহেলার পরও ধন্যবাদ রংপুরকে, পারফরম্যান্সে কথা বললেন মাহমুদউল্লাহ

গত ৩০ নভেম্বরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিলামে মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি কোনো দলের আগ্রহ না দেখানো ক্রিকেট ভক্তদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছিল। প্রথম ডাকে তার নাম ওঠার পরও কোনো দলই এগিয়ে আসেনি, এমনকি জাতীয় দলের অনেক ক্রিকেটারের তুলনায়ও তিনি উপেক্ষিত হয়েছিলেন। শেষমেশ রংপুর রাইডার্স তাকে দলে নিয়েছে, সেটাও তার মূল ক্যাটাগরির অর্থ দিয়েই।

সিলেট টাইটান্সের বিপক্ষে জয়ী ইনিংসের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার ২ জানুয়ারি ম্যাচে মাহমুদউল্লাহ ১৬ বলে ৩৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই পারফরম্যান্সই প্রমাণ করল, তিনি এখনও বিপিএলের প্রতিটি দলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

নিলামের অবাক করা পরিস্থিতি নিয়ে মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে নিলামের ঘটনায় অবাক হওয়া প্রসঙ্গে বলেন, "হ্যাঁ, আমি (নিলাম) দেখছিলাম এবং আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম। আমি আসলেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম।"

শেষমেশ রংপুর রাইডার্স তাদের নিজ ক্যাটাগরি থেকে তাকে দলে নেয়। মাহমুদউল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, "সত্যি বলতে আমি সত্যিই ধন্যবাদ দিতে চাই ইশতিয়াক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে। তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। কারণ আমি বিপিএল খেলতে চেয়েছিলাম। তো সেটার জন্য আমি এই ফ্র্যাঞ্চাইজি, দলের মালিকপক্ষ এবং কোচ ও অধিনায়কের প্রতি সত্যিই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।"

নিলামে শুরুতে দল না পাওয়ায় নিজের প্রতি দোষ চাপাননি মাহমুদউল্লাহ। তিনি মনে করেন, সাম্প্রতিক বছরের পারফরম্যান্সে তিনি জাতীয় দলের অনেক খেলোয়াড়ের চেয়ে এগিয়ে রয়েছেন। তিনি বলেন, "কারণ আমার মনে হয়, গত দুই বছর এমনকি গত তিন বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান বা গ্রাফ যদি আপনি দেখেন, তবে আমার মনে হয় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও সম্ভবত আমার পরিসংখ্যানের ধারেকাছে ছিল না বিশেষ করে স্ট্রাইক রেট, গড় এবং রানের ক্ষেত্রে।"