দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
-
1
বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা
-
2
মুহাম্মদ ওয়াসীমের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত
-
3
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
4
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড
-
5
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
দক্ষিণ আফ্রিকায় দারুণ শুরু করেছে টাইগার যুবারা। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৩০ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নির্ধারিত ওভারের ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৫৫ রান তুলতেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।
বাংলাদেশের হয়ে ৬১ বলে ৭০ রানের ইনিংস খেলেন জাওয়াদ আবরার। তার ইনিংসে ছিল নয়টি চার ও দুটি ছয়। অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ২৬ রান। তাছাড়া মিডিল অর্ডারে রিজন হোসেন ও মোঃ আব্দুল্লাহ দুজনই ৬৩ করে রান সংগ্রহ করে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়।
প্রোটিয়াদের হয়ে ৪৭ রানে চারটি উইকেট শিকার করেন জে ব্যাসন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫৬ রানে চার উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন মোহাম্মদ বুলবুলাইয়া। তাছাড়া পল জেমস করেন ২৪ রান।
কিন্তু বাংলাদেশের বোলিং আক্রমণে মাত্র ৩২.১ ওভার খেলতেই ১৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন এবং স্বাধীন ইসলাম।
