চেন্নাই টেস্টে পাত্তা পেল না বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চেন্নাই টেস্টে পাত্তা পেল না বাংলাদেশ

চেন্নাই টেস্টে পাত্তা পেল না বাংলাদেশ

চেন্নাই টেস্টে পাত্তা পেল না বাংলাদেশ

চেন্নাইয়ে বড় পরাজয় বাংলাদেশের। ৫১৫ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। আর তাতেই রোহিত শর্মাদের নিশ্চিত হয়ে যায় ২৮০ রানের বিশাল এক জয়। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকার করে ভারতের জয়ের অন্যতম নায়ক রবিচন্দ্রন অশ্বিন।

৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে থাকা বাকি ৬ উইকেট নিয়ে বাংলাদেশ যেতে পারে ২৩৪ রানে। চতুর্থ দিনের সকালের সেশনে ২৩৪ রানে অলআউট বাংলাদেশ, ভারতের ২৮০ রানের জয়। 

চেন্নাই টেস্ট জয়ের জন‍্য শেষ দুই দিনে বাংলাদেশের চাই ৩৫৭ রান, বিপরীতে ভারতের প্রয়োজন ৬ উইকেট। এমন সমীকরণ সামনে রেখে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত আজ অবশ্য শুরুটা করেন দারুণভাবে। সকালের প্রথম ১ ঘন্টা বেশ দেখে-শুনেই তারা উইকেটে কাটিয়ে দেন। 

তবে রবিচন্দ্রন অশ্বিন আক্রমণে এসেই সাকিব আল হাসানকে ফিরিয়েছেন প্যাভিলিয়নে।  আউট হওয়ার আগে ৫৬ বলে ৩ চারে ২৫ রান করেছেন সাকিব। এরপর লিটন দাসও থিতু হতে পারেননি। রবীন্দ্র জাদেজা ফিরিয়েছেন ১ রানে থাকা লিটন দাসকে। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি বাংলাদেশ। পরপর ৩ ওভারে উইকেট হারিয়ে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।

৮ রান করা মিরাজ ছয় হাঁকানোর আশায় খেলেন লফটেড শট। কিন্তু লং অনে জাদেজার হাতে ক্যাচ হন মিরাজ। একদিকে উইকেটের আসা-যাওয়া, দাঁড়িয়ে দেখতে থাকা অধিনায়ক শান্তও এগিয়ে যেতে পারেননি সেঞ্চুরির পথে। নাজমুল হোসেন শান্তর আউটে ২২৮ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়কই খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস। 

শেষপর্যন্ত ২৩৪ রনে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায়। ২৮০ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল রোহিত শর্মার দল।