২ উইকেট হাতে রেখে ২৭০ রানে দিনের সমাপ্তি ঘটালো আয়ারল্যান্ড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
২ উইকেট হাতে রেখে ২৭০ রানে দিনের সমাপ্তি ঘটালো আয়ারল্যান্ড

২ উইকেট হাতে রেখে ২৭০ রানে দিনের সমাপ্তি ঘটালো আয়ারল্যান্ড

২ উইকেট হাতে রেখে ২৭০ রানে দিনের সমাপ্তি ঘটালো আয়ারল্যান্ড

সিলেট টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৭০ রান। ক্রিজে ২১ রান করে অপরাজিত আছেন আইরিশ ব্যাটার ব্যারি ম্যাকার্থি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। প্রথম ওভারেই আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নিকে শূন্য রানে ফেরান হাসান মাহমুদ। বাংলাদেশী ফিল্ডারদের বেশ কিছু ক্যাচ মিসের কারণে প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় আয়ারল্যান্ড। 

 বিরতির শেষেই দ্বিতীয় উইকেটে ৯৫ রানের পল স্টালিং এবং কারমাইকেলের জুটি ভাঙেন নাহিদ রানা। স্টালিং তিনি ফেরেন ৬০ রান করে। এরপর মেহেদী হাসান মিরাজের স্পিন আক্রমণে কাটা পড়েন হ্যারি ট্যাক্টর। মিরাজের আরেক শিকার কারমাইকেল আউট হন ৫৯ রান করে। ১৫০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। 

লরক্যান টাকার এবং কার্টিস ক্যাম্ফারের জুটিতে আবারো বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে আয়ারল্যান্ড। তবে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচে ৪৪ রানে ক্যাম্ফারকে ফেরান অভিষিক্ত হাসান মুরাদ। লিটন দাসের অসাধারণ স্টাম্পিংয়ে মুরাদের আরেক শিকার হন টাকার। 

আবারো লিটনের স্ট্যাম্পিংয়ে ফেরেন এন্ডি ম্যাকব্রিন আর বোলার মিরাজ পান তার তৃতীয় উইকেট। প্রথম দিনের শেষ বলে জর্ডান নেইলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন তাইজুল ইসলাম।  

বাংলাদেশের হয়ে ৩ টি উইকেট শিকার করেন মিরাজ। হাসান মুরাদ নেন ২ টি এবং হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং নাহিদ রানা নেন ১ টি করে উইকেট।