তৃতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক জয়, ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাফল্য
-
2
তৃতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
-
3
ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয়
-
4
শততম টেস্টের পথে: মুশফিকের নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের প্রতিচ্ছবি
-
5
টেম্বা বাভুমা: শান্ত নেতৃত্বের নিখুঁত গণিত
তৃতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
তৃতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
তৃতীয় ওয়ানডেতে ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫.২ ওভার হাতে রেখেই ছয় উইকেটের সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল বাবর আজমের দল। ইনিংস গড়তে ফখর জামানের দারুণ শুরু, এরপর মোহাম্মদ রিজওয়ান ও হুসাইন তালাতের জুটি ম্যাচ জিতিয়ে ফেরায় স্বাগতিকদের।
এর আগে দারুণ বোলিং বিশেষ করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের তিন উইকেট শ্রীলঙ্কাকে মাত্র ২১১ রানে থামিয়ে দেয় পাকিস্তান।
২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় পাকিস্তান। ১২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন হাশিবুল্লাহ খান, মাহিশ থিকশানার দুর্দান্ত ডেলিভারিতে।
কিন্তু ফখর জামান পরিস্থিতি সামলান দারুণভাবে। প্রবোধ মাদুশান ও থিকশানাকে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করে মাত্র ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি, মারেন ৮টি চার। তার সঙ্গে ৮০ রানের জুটি গড়ে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যান বাবর আজম (৩৪)।
তবে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান জেফ্রি ভ্যান্ডারসে। এক স্পেলে ফখরকে ডিপে ক্যাচ করিয়ে, বাবরকে বোল্ড করে এবং সালমান আগাকে এলবিডব্লিউ দিয়ে পাকিস্তানকে ১১৫/৪ এ বিপদে ফেলে দেন তিনি।
সেখান থেকেই দলকে উদ্ধার করেন রিজওয়ান ও তালাত। ধীরে স্থিরভাবে ব্যাট করে শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ পুরোপুরি ছিনিয়ে নেন দুজন। রিজওয়ান ৯২ বল খেলে অপরাজিত ৬১ রান করেন। এটি তার ১৯তম ওয়ানডে ফিফটি। তালাত খেলেন ৪২* রানের শান্ত ইনিংস।
অন্যদিকে প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে চমৎকার সূচনা পায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা ৮ ওভারেই তুলে ফেলেন ৫৫ রান। কিন্তু দুজনেই দ্রুত আউট হয়ে পথ হারায় দলটি।
নিসাঙ্কা (২৪) হারিস রউফের বলে বোল্ড হন, মিশারা (২৯) ওয়াসিম জুনিয়রের অসাধারণ লেন্থ বলের শিকার।
এরপর কুশল মেন্ডিস ও সাদিড়া সমারাবিকারামার ৪৩ রানের জুটিতে শ্রীলঙ্কা কিছুটা ফেরে। কিন্তু আবারও ধস নামে ব্যাটিংয়ে। ওয়াসিম বোল্ড করেন মেন্ডিসকে (৩৪), আর সমারাবিকারামা (৪৮) ফয়সাল আক্রমের তীক্ষ্ণ টার্নে বোল্ড হয়ে ফেরেন। কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়নাগে দ্রুত আউট হয়ে গেলে দল থেমে যায় ১৪৩/৫ এ।
শেষদিকে পবন রত্নায়েকের ৩২ রানের লড়াই সামান্য আশা জাগালেও কোনো সঙ্গ না পাওয়ায় ৪৫.২ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা। ওয়াসিম নেন ৩ উইকেট, ফয়সাল ও রউফের শিকার ২টি করে।
