পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন পিসিবি বস মহসিন নাকভী
-
1
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
-
2
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
-
3
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
-
4
বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
-
5
তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ
পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন পিসিবি বস মহসিন নাকভী
পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন পিসিবি বস মহসিন নাকভী
যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছে ৬ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছে গেলবারের রানার আপ পাকিস্তান। ১ম ম্যাচে অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজিত হয়েছে সুপার ওভারে, ২য় ম্যাচেও তীরে এসে তরী ডুবেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে। টানা দুই হারে পাকিস্তানের অবস্থান এখন গ্রুপের তলানিতে (আয়ারল্যান্ডের উপরে)। সেই সাথে কঠিন হয়ে পড়েছে সুপার এইটে ওঠার পথটা।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এই হাল মেনে নিতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভী। রবিবার ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান ক্রিকেট দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। গণমাধ্যমের সাথে আলাপে তিনি বলেন,
'প্রথমে আমি মনে করেছিলাম দলে ছোটখাটো কিছু পরিবর্তন দরকার। কিন্তু এত খারাপ পারফরম্যান্সের এটা পরিস্কার যে দলে বড় পরিবর্তন দরকার। জাতি দ্রুতই এর বাস্তবায়ন দেখতে পাবে।'
ভারতের বিপক্ষে পাকিস্তানের এই হারে হতাশা প্রকাশ করেছেন মহসিন নাকভী। এবং এই হারের কারণ হিসাবে দলের ভেতরকার ব্যাপার নিয়েও যে তিনি সচেতন সেটার ও ইঙ্গিত দিয়েছেন। তার মতে পাকিস্তান দলের পারফরম্যান্স এখন সবথেকে খারাপ অবস্থানে আছে। এরজন্যে সবার আগে তার প্রথমিক লক্ষ্য দলের পারফরম্যান্স ভালো করা।
২০২৫ সালে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই দিকেও নজর রেখেছেন পিসিবি চেয়ারম্যান। তার মতে এইটাই উপযুক্ত সময় দলের সাথে না থাকা খেলোয়াড়দের সুযোগ দেয়ার। তিনি বলেন,
'আমরা পাকিস্তানকে পৃথিবীর সেরা ক্রিকেট দল বানানোর লক্ষ্যে ছিলাম। জাতি তাদের থেকে এত খারাপ পারফরম্যান্স প্রত্যাশা করে না।'
