৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বিপিএল ম্যাচ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বিপিএল ম্যাচ
৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বিপিএল ম্যাচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ২০২৬ এর গতকাল (৩০ ডিসেম্বর) স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী আগামী ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিনের অংশ হিসেবে ৩০ ডিসেম্বরের নির্ধারিত বিপিএল ম্যাচগুলো বাতিল করা হয়। একই কারণে আজ বুধবার (৩১ ডিসেম্বর)ও কোনো বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না।
বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির নির্ধারিত ম্যাচগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। তবে ৩০ ডিসেম্বরের বাতিল হওয়া ম্যাচগুলো ৪ জানুয়ারি আয়োজন করা হবে।
এদিকে ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ম্যাচগুলোর জন্য সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এ ছাড়া ৩০ ডিসেম্বর ম্যাচের সময়সূচি ও পুনঃনির্ধারণ সংক্রান্ত যে মেমোটি দলগুলোর কাছে পাঠানো হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে।
