সুপার ওভারে জয় পেল রাজশাহী, রংপুরের সঙ্গে নাটকীয় সমতার লড়াই
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সুপার ওভারে জয় পেল রাজশাহী, রংপুরের সঙ্গে নাটকীয় সমতার লড়াই
সুপার ওভারে জয় পেল রাজশাহী, রংপুরের সঙ্গে নাটকীয় সমতার লড়াই
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স দর্শকদের জন্য এক অবিস্মরণীয় নাটকীয়তা উপহার দিল। মূল ম্যাচে দুই দলের সংগ্রহ সমান দুটি ইনিংসেই ২০ ওভার শেষে রংপুর ১৫৯/৬ এবং রাজশাহী ১৫৯/৮। ম্যাচ শেষ হয় টাই, যা নির্ধারণ করে সুপার ওভারে বিজয়ী।
সুপার ওভারের শুরুতে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। রিপন মন্ডলের বলে পরাস্ত হয়ে ৩ বলে ১ রান করে ফিরে যান কাইল মায়ার্স। শেষ পর্যন্ত সুপার ওভারে মাত্র ৬ রান তোলে রংপুর।
রাজশাহী ওয়ারিয়ার্স সুপার ওভারে দারুণ শুরু করে। তানজিদ হাসান তমিমের ১০ রানের আক্রমণাত্মক ইনিংস ও সাহিবজাদা ফারহানের সংযমী খেলা রাজশাহীকে এনে দেয় বিজয়। সুপার ওভারে মাত্র ৩ বল খেলে রাজশাহী জয় নিশ্চিত করে। ফলে ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছায়।
মূল ম্যাচে রাজশাহীর ব্যাটার সাহিবজাদা ফারহান ৪৬ বল খেলে ৬৫ রান করে দলের মধ্যে সবচেয়ে বড় অবদান রাখেন। দলের অন্য প্রধান স্কোরার ছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, ৩০ বল খেলে করেন ৪১ রান। রংপুরের পক্ষে ডেভিড মালান ছিলেন ঝড়ো, ৫০ বল খেলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন। তাওহিদ হৃদয়ও ৩৯ বল খেলে ৫৩ রান যোগ করেন।
বোলিংয়ে দুই দলই লড়াই দেখিয়েছে। রংপুরের ফাহিম আশরাফ ৪ ওভারে ৪৩ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন। রাজশাহীর রিপন মন্ডলও ৪ ওভারে ২ উইকেট নেন। সুপার ওভারে রাজশাহীর রিপন মন্ডল তার দক্ষতা দেখান এবং জয় নিশ্চিত করেন।
