ফ্যান দিয়ে শুকানো, ঘাস তুলে মাঠ মেরামত; তবুও খেলা পরিত্যাক্ত
-
1
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দাপট, হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
-
2
হজের লড়াকু সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ
-
3
বাজছে বিপিএলের ধ্বনি, শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি
-
4
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে ভারতের ভরাডুবি, চ্যাম্পিয়ন পাকিস্তান
-
5
বাজবলের ভরাডুবি, তিন টেস্টেই অ্যাশেজ হার ইংল্যান্ডের
ফ্যান দিয়ে শুকানো, ঘাস তুলে মাঠ মেরামত; তবুও খেলা পরিত্যাক্ত
ফ্যান দিয়ে শুকানো, ঘাস তুলে মাঠ মেরামত; তবুও খেলা পরিত্যাক্ত
রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি সত্ত্বেও আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন বাতিল হয়েছে। ম্যাচের দুই দিন শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত হয়নি টস। আউটফিল্ড খেলার জন্য অনুপযুক্ত থাকায় গ্রাউন্ড-স্টাফরা বৈদ্যুতিক পাখা ব্যবহার করে এবং এমনকি কিছু জায়গায় নতুন করে ঘাস প্রতিস্থাপনের চেষ্টা করে। তবুও বল মাঠে গড়ায়নি, টেস্ট শুরু হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।
আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনও গ্রেটার নয়ডায় হয়নি টস। আগের রাতে ভারী বৃষ্টিপাতের কারণে প্রথম দিন যায় ভেস্তে। আজ দ্বিতীয় দিনেও অবশ্য খেলা হয়নি ভেজা আউটফিল্ডের কারণে।
ভেজা আউটফিল্ড শুকানোর জন্য ফ্যান ব্যবহার করতেও দেখা যায় গ্রেটার নয়ডায়। অর্ধেক জায়গা থেকে উঠে গিয়েছে ঘাস। সেই জায়গাগুলো ঢাকতে আবার প্র্যাকটিস পিচ থেকে ঘাস তুলে আনা হয়। গ্রাউন্ডস্টাফদের অনেক চেষ্টা সত্ত্বেও আউটফিল্ড খেলার উপযুক্ত বলে মনে করা হয়নি।
নিউজিল্যান্ডের খেলোয়াড়রা দুপুর ১২:২৫ টার দিকে মাঠে পৌঁছায়। অন্যদিকে আফগানিস্তানের খেলোয়াড়রা ভেন্যুতেই আসেননি। দ্বিতীয় দিন দুপুর ২.৫৫ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা হয়, তবে টস এখনো হয়নি।
আগামীকাল সকাল ৯টায় টস হওয়ার কথা রয়েছে।
