মাইনর লিগে অভিষেকেই ব্যাট–বল হাতে ঝলক দেখালেন সাকিব
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
2
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
3
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
4
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
-
5
সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক
মাইনর লিগে অভিষেকেই ব্যাট–বল হাতে ঝলক দেখালেন সাকিব
মাইনর লিগে অভিষেকেই ব্যাট–বল হাতে ঝলক দেখালেন সাকিব
যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন সাকিব আল হাসান। ব্যাট হাতে খেললেন ১৭ বলে অপরাজিত ২৭ রানের ঝলমলে ইনিংস, আর বল হাতে মাত্র দুই ওভারে শিকার করলেন ২ উইকেট। তাঁর এমন পারফরম্যান্সে আটলান্টা ফায়ার পেয়ে যায় একতরফা জয়।
গতকাল রাতে মরিসভিল র্যাপ্টর্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮১ রান তোলে আটলান্টা। জবাবে প্রতিপক্ষ গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে। ফলে সাকিবদের জয় আসে বিশাল ৯৬ রানের ব্যবধানে।
ব্যাটিংয়ে নেমে স্টিভেন টেলরের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন সাকিব। সাকিব ২৭, অন্য প্রান্তে টেলর খেলেন অসাধারণ ইনিংস ৬২ বলে ৯৭ রানের ইনিংস। যেখানে ছিল ১২টি ছক্কার মার।
বোলিংয়েও আলো ছড়ান সাকিব। যদিও পুরো চার ওভার করতে পারেননি, মাত্র দুই ওভারেই শিকার করেন দুটি উইকেট। সানি প্যাটেল ছিলেন দলের সবচেয়ে সফল বোলার, ৫ রানে তুলে নেন ৩ উইকেট।
এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খুব একটা আলো ছড়াতে পারেননি সাকিব। পুরো আসরে ১১ ম্যাচে ব্যাট হাতে ১৮০ রান, গড় মাত্র ২০। বোলিংয়েও সংগ্রহ ৬ উইকেট, ইকোনমি ছিল ৮.৩০। পুরোনো দিনের ছন্দ দেখা যায়নি সেখানে। তবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে শুরুতেই যেন দেখা মিলল সেই চেনা অলরাউন্ডারের।
উল্লেখ্য, গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক অস্থিরতার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। পাকিস্তান ও ভারতের সিরিজে শেষবার খেলেছিলেন লাল–সবুজ জার্সিতে। এরপর একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগেই কাটছে সময়—পিএসএল, গ্লোবাল সুপার লিগ, ম্যাক্স ৬০, সিপিএলের পর এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে নতুন করে শুরু করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
