শরিফুল প্রস্তুত, তবে উইনিং কম্বিনেশন ভাঙবে না বাংলাদেশ
-
1
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
2
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
3
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
4
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
শরিফুল প্রস্তুত, তবে উইনিং কম্বিনেশন ভাঙবে না বাংলাদেশ
শরিফুল প্রস্তুত, তবে উইনিং কম্বিনেশন ভাঙবে না বাংলাদেশ
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়া শরিফুল ইসলামের এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি। এমনকি আজ প্রোটিয়াদের বিপক্ষেও তার খেলার সম্ভাবনা নেই। তবে শরিফুল আছেন ফিট, ম্যাচের আগে অনুশীলনে বোলিং করেছেন পুরোদমে। তবে কেন একাদশের বাইরে থাকবেন? হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইঙ্গিত, সেরা কম্বিনেশনের উপর নির্ভর করায় হয়ত একই দল খেলবে আজ।
নিউইয়র্কে ভারতের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল ইসলামই। ইনিংস শেষের এক বল বাকি থাকতে পান আঘাত, হাতে লেগেছে ৬টি সেলাই। গেল কয়েক দিন টিম হোটেলেই ছিলেন বিশ্রামে। তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন শরিফুলের দেখা মিলল দলের ঐচ্ছিক অনুশীলনে। স্বাচ্ছন্দ্যে বোলিং করেছেন।
বোলিংয়ে ফেরা শরিফুল ইসলাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য কতটা প্রস্তুত? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ দিলেন সুখকর ইঙ্গিত,
'সে (শরিফুল) আজকে মাঠে গিয়েছে, বল করেছে। সে বল করার জন্য ঠিকঠাক আছে। কোনো সমস্যা ছাড়া বল করেছে আজকে। আশা করছি আজকের পর সে খেলার জন্য প্রস্তুত থাকবে।'
শরিফুল ফিট হলেও উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া দলের খেলোয়াড়দের ওপরই রাখছেন আস্থা,
'আমরা পিচ দেখে ধারণা করার চেষ্টা করব কীভাবে পিচ আচরণ করতে যাচ্ছে। আমরা অবশ্যই কিছুটা জানি দক্ষিণ আফ্রিকার শক্তি কোথায় আর আমাদের শক্তি কোথায়। হয়তবা একই ধরনের দল দেখতে পারবেন আপনারা বা আমাদের সেরা কম্বিনেশনের উপর নির্ভর করবে।'
নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে বললেন, 'নিউইয়র্কে আসলে যা দেখা যাচ্ছে এখানে ব্যাটারদের কাজটা সহজ নয়। এর ফলে দুই দলই সমান অবস্থায় থাকবে। দক্ষিণ আফ্রিকারও দারুণ বোলিং আক্রমণ রয়েছে। আমরা এখনও আত্মবিশ্বাসী যে এই উইকেটে আমরা ভালো লড়াই করতে পারব।'
