Image

ফিনিশারের ভূমিকায় জ্বলজ্বলে সোহান, প্রশংসায় কোচ ও অধিনায়ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 সপ্তাহ আগেআপডেট: 26 মিনিট আগে
ফিনিশারের ভূমিকায় জ্বলজ্বলে সোহান, প্রশংসায় কোচ ও অধিনায়ক

ফিনিশারের ভূমিকায় জ্বলজ্বলে সোহান, প্রশংসায় কোচ ও অধিনায়ক

ফিনিশারের ভূমিকায় জ্বলজ্বলে সোহান, প্রশংসায় কোচ ও অধিনায়ক

মাঝারি লক্ষ্যে পরপর দুই ম্যাচে ব্যাটিং ধস সামাল দিয়েছেন নুরুল হাসান সোহান। দলের হয়ে শেষ পর্যন্ত লড়ে গেছেন, আর তার ব্যাটেই এসেছে জয়। অনেকদিন পর দলে ফিরে এসে পরপর দুটো অপরাজিত ইনিংস খেলে টাইগারদের ভরসার জায়গায় পরিণত হয়েছেন এই ডানহাতি ব্যাটার। 

শারজাহতে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পর মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্তে ঠাণ্ডা মাথায় খেলতে থাকা সোহান ১৩ বলে ২১ রানের ইনিংস খেলে দলকে জেতান। পরের ম্যাচেও পুনরাবৃত্তি। লক্ষ্য ছিল ১৪৮ রান, কিন্তু শেষদিকে আবারও হোঁচট খায় ব্যাটিং লাইনআপ। এবারও একপ্রান্ত আগলে রাখেন সোহান। ১ চার ও ৩ ছক্কায় ২১ বলে করেন ৩১*, দলের জয় নিশ্চিত করে আসেন ড্রেসিংরুমে।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার পর থেকেই সোহান সুযোগ পেলেই কাজে লাগাচ্ছেন। আর এই ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকে সোহান দারুণ খেলেছে। জাকের-শামীম আউট হওয়ার পর যখন দল চাপে ছিল, তখন দায়িত্ব নিয়ে খেলা শেষ করেছে। ব্যাটারদের কাছ থেকে আমি এমনটাই চাই—যখন সুযোগ আসবে, দলকে জয় এনে দিতে হবে।”

অধিনায়ক জাকেরও দারুণভাবে কৃতিত্ব দিলেন সোহানকে। ম্যাচ শেষে তিনি বলেন, “সব কৃতিত্ব ছেলেদের, বিশেষ করে সোহান ভাইয়ের। যেভাবে তিনি দলে ফিরেছেন এবং টানা দুই ম্যাচে নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন, তা অসাধারণ। এতদিন পর ফিরে এসে এভাবে যোদ্ধার মতো খেলা মোটেও সহজ নয়। দলের হয়ে তার অবদান নিয়ে আমি গর্বিত।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three