বিপিএলে ছক্কার রেকর্ডে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেলেন তামিম
-
1
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
2
আইপিএল নিলামে নাম ডাকাই হয়নি পাঁচ বাংলাদেশির, তাসকিনকে নিতে আগ্রহ ছিল না কারও
-
3
কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
-
4
নিলাম শেষে এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
-
5
তৃতীয় অ্যাশেজ টেস্টে কামব্যাক কামিন্স-লায়নের, বাদ ডগেট ও নেসার
বিপিএলে ছক্কার রেকর্ডে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেলেন তামিম
বিপিএলে ছক্কার রেকর্ডে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেলেন তামিম
ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ছক্কা হাঁকানো ব্যাটার তানজিদ তামিম। বুধবার ও চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে ৫৪ বলে ৯০ রানের ইনিংস খেলে জয় এনে দিয়েছেন দলকে।
ম্যাচ শেষে ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করতে সংবাদসম্মেলনে হাজির হন তানজিদ তামিম। ৯০ রান করে অপরাজিত ছিলেন তিনি। তবুও সেঞ্চুরি মিসের আক্ষেপ দেখালেন না এই ব্যাটার।
তামিম বলেন, "যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তবা হতেও পারত এটা। এটা আমার হাতে নাই। ইনিংসটা শেষ করতে পেরেছি ভালো লাগছে নিজের কাছে।"
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের। দেশি-বিদেশি মিলিয়েও এক আসরে তানজিদের চেয়ে বেশি ছক্কা কেবল একজনের। সেই নামটা ক্রিজ গেইল। ২০১৭ আসরে ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন ক্যারিবিয়ান এই ব্যাটার। অন্যদিকে ১০ ম্যাচে তানজিদ তামিমের ছক্কা ২৯ টি। হাতে বাকি আছে আরো ২ টি ম্যাচ। গেইলের রেকর্ড ভাঙতে পারবেন কি?
উত্তরে তামিম বলেন,"আমি কখনও এভাবে চিন্তা করি। সামনে ২ ম্যাচ আছে। কীভাবে ভালো শেষ করতে পারব এটাই চিন্তা করতেসি সবাই। হয়েও যেতে পারে কিন্তু নরমাল যে প্ল্যানে খেলি সেভাবেই খেলার চেষ্টা করব।"
ম্যাচের আগে প্রস্তুতির কথা জানাতে গিয়ে এই ব্যাটার বলেন, "এটার কোনো রহস্য নাই। আমি ন্যাচারালি এভাবে খেলি। আমার শক্তির জায়গা নিয়ে কাজ করি। ম্যাচে ভুল হলে সেটা নিয়ে কাজ করি।"
বাকি ২ ম্যাচের ভালো খেলার প্রত্যাশা তানজিদ তামিমের। "সত্যি কথা বলতে শেষ দিকে এসে এগুলো চিন্তা করছি। সামনের ২ ম্যাচ শেষ করতে পারলে ভালো কিছু হতেও পারে। চেষ্টা থাকবে সামনের ২ ম্যাচ ভালোভাবে শেষ করার।"
