খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের দুই ম্যাচ স্থগিত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস
-
2
রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
-
3
পরবর্তীতে বাংলাদেশ দলে আর কোনো পঞ্চপন্ডব চান না সৌম্য সরকার
-
4
ইনজুরি শঙ্কা সত্ত্বেও কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডকে রেখেই অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
-
5
শান্তকে নিয়ে সমালোচনা করাকে ভুল মনে করেন রাজশাহীর কোচ রাজিন সালেহ
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের দুই ম্যাচ স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের দুই ম্যাচ স্থগিত
দেশজুড়ে শোকের আবহে থমকে গেল মাঠের লড়াই। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে আজকের নির্ধারিত ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএল ২০২৫-২৬ আসরের আজকের দিনের নির্ধারিত দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ দুটি হলো, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স।
বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, স্থগিত হওয়া এই ম্যাচগুলো পরবর্তী সময়ে সুবিধাজনক তারিখে আয়োজন করা হবে। সংশোধিত সূচি চূড়ান্ত হলে তা যথাসময়ে সংশ্লিষ্ট দল ও স্টেকহোল্ডারদের জানানো হবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে চলমান শোক পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতিও দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
