চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ ভেন্যু নির্ধারণ করল পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ ভেন্যু নির্ধারণ করল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ ভেন্যু নির্ধারণ করল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ ভেন্যু নির্ধারণ করল পাকিস্তান

লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি– এই ৩ ভেন্যুতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড কর্তৃক যে খসড়া সূচি প্রনয়ন করা হয়েছে, সেই মোতাবেক এই ভেন্যু ৩ টি নির্ধারণ করেছে। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সবকিছু ঠিক থাকলে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট আয়োজন হতে যাচ্ছে পাকিস্তানে।

চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ আয়োজন হয় ২০১৭ সালে, সেবার পাকিস্তান জিতেছিল শিরোপা। এবার ঘরের মাটিতে সেই শিরোপা ধরে রাখার চেষ্টা থাকবে দলটির।

আইসিসি থেকে ইতোমধ্যে একটি প্রতিনিধি দল পাকিস্তানে ভ্রমণ করেছে। আট দলের এই টুর্নামেন্টটি ২ সপ্তাহব্যাপী আয়োজন হওয়ার কথা রয়েছে। পিসিবি চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে মহসিন নাকভি জানান, “আমরা পাকিস্তানে ম্যাচের জন্য সূচি ঠিক করে আইসিসিতে পাঠিয়েছি।”

“আইসিসি থেকে নিরাপত্তা দল এসেছিল এবং আমাদের একটি ভালো আলোচনা হয়েছে। তারা এখানে সব আয়োজন দেখেছে, আমরা তাদের সাথে স্টেডিয়ামের উন্নতি নিয়েও কথা বলেছি। আমরা আইসিসির সাথে সবসময় যোগাযোগ রাখছি। এটা নিশ্চিত করার চেষ্টা করছি যে, আমরা পাকিস্তানে একটি ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পারব।”

ভারতীয় দল পাকিস্তানে সফর করবে কি না, তা নিয়ে আছে নানা আলোচনা। এর আগে এশিয়া কাপের পুরো সূচি পাকিস্তানে থাকা সত্ত্বেও ভারতের আপত্তির কারণে তা হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় এবং সেখানে শ্রীলঙ্কা দ্বিতীয় আয়োজক হিসেবে যোগ হয়।

এর আগে সর্বশেষ ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান, যেখানে ভারত ও শ্রীলঙ্কাও ছিল আয়োজক হিসেবে। এরপর থেকে নিরাপত্তার কারণে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বেশ পিছিয়ে ছিল দেশটি। এখন আবারও নতুন করে আইসিসি ইভেন্ট চালুর চেষ্টা শুরু হয়েছে পাকিস্তানে।