প্রোটিয়া যুবাদের আবারও হারাল টাইগার যুবারা

প্রোটিয়া যুবাদের আবারও হারাল টাইগার যুবারা
প্রোটিয়া যুবাদের আবারও হারাল টাইগার যুবারা
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগে ব্যাট করে মাত্র ১৪৭ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। জবাবে হেসে খেলে মাত্র ২৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় টাইগার যুবারা।
ক্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের হারারে স্পোর্টিস ক্লাবে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। তারপর ৪ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে চাপে পরে তারা। ৪৫ রানেই প্রথম ৫ উইকেট হারায় প্রোটিয়ারা।
পল জেমসের ৩৩, ভিহান প্রিটোরিয়াসের ১৮ এবং বান্ডাইলের ৩৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৪৭ রান জমা করতে পারে তারা। বাকিরা ছিলেন ব্যার্থ। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় মাত্র ৩৭.২ ওভারে। ৪ উইকেট শিকার করেন সানজিদ মজুমদার।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। জাওয়াদ আবরার ৩, আজিজুল হাকিম ৭ এবং রিজান হোসেন ১ রানে ফিরলে ৪৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে যুবারা। এক পর্যায়ে ৬৮ রানে ৫ উইকেট হারানোর পর হারের শঙ্কা ও জাগে।
তবে মোহাম্মদ আব্দুল্লাহ এবং সামিউন বাশিরের ৮০ রানের জুটিতে ২৯.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। রিফাত বেগ ৪৩, আব্দুল্লাহ ২০ এবং বাশির করেন ৫২ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯ রান খরচা করে ৪ উইকেট শিকার করেন বুয়ান্ডা মাজোলা।