দিল্লি ক্যাপিটালসকে হেসেখেলে হারাল কোলকাতা নাইট রাইডার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দিল্লি ক্যাপিটালসকে হেসেখেলে হারাল কোলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটালসকে হেসেখেলে হারাল কোলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটালসকে হেসেখেলে হারাল কোলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটে জিতে টেবিলের দ্বিতীয় স্থানে রইল কোলকাতা নাইট রাইডার্স। দুইশো রানের যে তেজস্ক্রিয়তা, সেখান থেকে কিছুটা রক্ষা পেয়েছে সোমবার রাতের ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় কোলকাতা। 

জয় পেতে খুব বেশি পরিশ্রম হয়নি কোলকাতার। দলটির ওপেনার ফিল সল্ট আছেন দারুণ ফর্মে। সেই ফর্মের ঝলক আবারও দেখা গেল। দিল্লির বিপক্ষে খেললেন ৩৩ বলে ৬৮ রানের এক মারকুটে ইনিংস। 

আরেক ওপেনার সুনীল নারাইন ফিরেছেন ১৫ তে। তিন নম্বরে ব্যাট করতে নেমে রিংকু সিং আস্থার জায়গা পূরণ করেননি। ফিরতে হয়েছে ১১ বলে ১১ রানে। ম্যাচের বাকিটুকু অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কাটেশ আইয়ার মিলে পাড়ি দিয়েছেন। 

শ্রেয়াস ২৩ বলে ৩৩ রানে, ভেঙ্কাটেশ ২৩ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। সবমিলিয়ে ২১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় কোলকাতা। 

এর আগে কোলকাতা বোলারদের চাপে দিল্লির রান তোলা কিছুটা শক্ত ছিল বটে। টসে জিতে ব্যাট করতে নামে দলটি। ইডেন গার্ডেন্সে তা সহজ হয়নি মোটেও। দলীয় ৩৭ রানের মধ্যে প্রিথবি শ, জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, শাই হোপকে হারায় তারা। 

ব্যাটিংয়ে আশা জাগানো অধিনায়ক রিশাব পান্টকে ২৭ রানে ফিরিয়েছেন ভারুন চক্রবর্তী। ভারুন পরে নিয়েছেন আরও ২ উইকেট এবং হয়েছেন ম্যাচ সেরা। পরের ব্যাটাররাও ছিলেন আসা ও যাওয়ার মধ্যেই। এরমধ্যে কুলদীপ যাদবের অপরাজিত ব্যাটিং নজর কেড়েছে। তিনি সর্বোচ্চ ২৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। 

কোলকাতা নাইট রাইডার্সের পক্ষে বল হাতে ভারুনের ৩ উইকেট ছাড়াও, বৈভব অরোরা ও হারশিত রানা ২ টি করে উইকেট পেয়েছেন।