Image

বিশ্বকাপে বাংলাদেশ কেন বারবার ব্যর্থ; কারণ জানালেন রিয়াদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপে বাংলাদেশ কেন বারবার ব্যর্থ; কারণ জানালেন রিয়াদ

বিশ্বকাপে বাংলাদেশ কেন বারবার ব্যর্থ; কারণ জানালেন রিয়াদ

বিশ্বকাপে বাংলাদেশ কেন বারবার ব্যর্থ; কারণ জানালেন রিয়াদ

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের পথচলা ২৫ বছর ধরে। তবে এখনো কোন বৈশ্বিক শিরোপা অর্জন করতে পারেনি তারা। বিশ্ব আসরে দেশের ক্রিকেটের এমন ব্যর্থতার কারণ নিয়ে এবার মুখ খুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার সকালে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন রিয়াদ। তিনি বলেন,

‘সুযোগ সবসময় থাকে, কখনো আমাদের চেষ্টার কমতি থাকে না। এবার ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে দেখাব। আমার মনে হয়, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে দুর্ভাগ্য আমরা সে সুযোগ কাজে লাগাতে  পারিনি। এবার আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা।’

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে প্রথমে অনিশ্চিত ছিলেন রিয়াদ। কেননা তার আগেই জাতীয় দল থেকে বাদ পরেছিলেন তিনি। তবে শেষ মুহুর্তে বিশ্বকাপে জায়গা করে নিয়ে পারফর্ম করে তিনি প্রমাণ করে দিয়েছেন রিয়াদ এখনো যাননি। এই পরিবির্তনের পেছনে তার ছিলো কঠোর পরিশ্রম ও আল্লাহর প্রতি ভরসা।

 রিয়াদ বলেন, 'স্ট্রাগল তো সবসময় করে আসছি। সবসময়ই আল্লাহর উপর বলে বিশ্বাস করি, আল্লাহকেই যা কিছু বলার বলি। সবসময় মনে করি আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুর শিক্ষা থাকে।'

বাংলাদেশ ক্রিকেটের ৩ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত অধিনায়কত্ব নেয়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও পারফরম্যান্স সন্তোষজনক ছিলোনা। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বাজে ভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ। শান্তর অধিনায়কত্ব ও নিজের পারফরম্যান্স নিয়েও হচ্ছে সমালোচনা। 

শান্তর পক্ষ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,

'সে খুব ভালো অধিনায়ক। ওর গেম সেন্স খুব ভালো। কিন্তু আমাদের সবার ওকে সময় দিতে হবে। মাত্রই অধিনায়ক হয়েছে তাকে ওকে সময় দিতে হবে। আমি মনে করি, ওর যে নেতৃত্বগুণ আছে ইনশাআল্লাহ ও বাংলাদেশের জন্য ভালো করবে।'

Details Bottom