Image

তিন দেড়শতে নিউজিল্যান্ডের রান ৬০১

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 32 মিনিট আগে
তিন দেড়শতে নিউজিল্যান্ডের রান ৬০১

তিন দেড়শতে নিউজিল্যান্ডের রান ৬০১

তিন দেড়শতে নিউজিল্যান্ডের রান ৬০১

বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রানের মাইলফলক ছুঁয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস। তিন সেঞ্চুরির দিনে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোর কিউইদের। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬০১/৩। 

২৫৬ রানের হার-না-মানা জুটিতে আছেন রাচিন রবীন্দ্র আর হেনরি নিকোলস। ৫০ রানে খেলছেন হেনরি নিকোলস। ১৩৯ বলে ১৬৫ রান করে অপরাজিত আছেন রাচিন। প্রথম দিন জিম্বাবুয়েকে ১২৫ রানে গুটিয়ে দেওয়া সফরকারীরা এগিয়ে আছে এখন ৪৭৬ রানে। 

নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান করার সুযোগ নিউজিল্যান্ডের সামনে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৭১৫ রানের চূড়ায় উঠে ইনিংস ছেড়েছিল নিউজিল্যান্ড। এবার সহজেই সাতশোর পথে আছে কিউইরা। 

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের এই টেস্টের আগে ১৯৮৬ সালে কানপুরে ভারত-শ্রীলঙ্কা টেস্টের এক ইনিংসে ৩টি ১৫০ রানের ইনিংস দেখা গিয়েছিল। এক ইনিংসে তিন ব্যাটসম্যানের দেড়শ ছোঁয়ার তৃতীয় নজির এটি। ডেভন কনওয়ের পর সেঞ্চুরি করে অপরাজিত হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র। 

টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে হ্যামিল্টনে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। যা এখনও নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর। সাদা পোশাকে সূদীর্ঘ পথচলায় টেস্টে এরআগে কখনই সাতশো রান ছিল না নিউজিল্যান্ডের। সেই রেকর্ড এবার জিম্বাবুয়েতে ছাড়িয়ে যাওয়ার হাতছানি নিউজিল্যান্ডের সামনে।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three