Image

রান খরচ না করেই ৭ উইকেট, বিরল রেকর্ড রোহমালিয়ার!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রান খরচ না করেই ৭ উইকেট, বিরল রেকর্ড রোহমালিয়ার!

রান খরচ না করেই ৭ উইকেট, বিরল রেকর্ড রোহমালিয়ার!

রান খরচ না করেই ৭ উইকেট, বিরল রেকর্ড রোহমালিয়ার!

ইন্দোনেশিয়া নারী দলের অফ স্পিনার রোহমালিয়া এক নতুন রেকর্ড গড়েছেন। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ উইকেট নিয়ে, কোনো রান খরচ করেননি। যা বিশ্ব রেকর্ড এবং এই সংস্করণে সেরা বোলিং ফিগার। ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে এই কীর্তি গড়লেন রোহমালিয়া। এটি ছিল তার অভিষেক ম্যাচ।

যে রেকর্ডে পা দিয়েছেন রোহমালিয়া, সেখানে পূর্বে ছিল নেদারল্যান্ডস পেসার ফ্রেডরিক ওভারডিকের নাম। এই ডাচ ক্রিকেটার ২০২১ সালে ফ্রান্সের বিপক্ষে ৩ রান দিয়ে ৭ উইকেট সংগ্রহ করেন। এতদিন পর্যন্ত সেটাই ছিল নারী টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং ফিগার।

তবে গতকাল (বুধবার) ১৭ বছর বয়সী রোহমালিয়া কোনো রান না দিয়েই এই গৌরবে নাম লেখালেন। নারীদের টি-টোয়েন্টি’তে ৭ উইকেট নিয়েছেন, এমন বোলার ছিলেন মাত্র ২ জন। ওভারডিকের সাথে আর্জেন্টিনার অ্যালিসন স্টকসের নাম ছিল। স্টকসের ক্ষেত্রেও রান খরচের হিসাবে সংখ্যা ছিল ৩। তবে রোহমালিয়া আজ সেখানে ভাগ বসিয়েছেন, যেখানে খরচ করেননি একটি রানও।

প্রথমে ব্যাট করতে নামা ইন্দোনেশিয়া ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। যেখানে দলটির ওপেনার নি পুতু আয়ু নান্দা সাকারিনি সংগ্রহ করেন ৬১ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৪ রানে অল আউট হয় মঙ্গোলিয়া। রোহমালিয়া তার করা প্রথম বলে উইকেট তুলে নেন। তিনি ৩.২ ওভারে কোনো রান না দিয়ে ৭ উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three