সেরা স্লোয়ার বোলার হিসেবে মুস্তাফিজের সুনাম আছে: ব্রাভো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সেরা স্লোয়ার বোলার হিসেবে মুস্তাফিজের সুনাম আছে: ব্রাভো

সেরা স্লোয়ার বোলার হিসেবে মুস্তাফিজের সুনাম আছে: ব্রাভো

সেরা স্লোয়ার বোলার হিসেবে মুস্তাফিজের সুনাম আছে: ব্রাভো

মঙ্গলবারের ম্যাচে মুস্তাফিজুর রহমান আশানুরূপ কিছু ডেলিভার করতে পারেননি৷ তবে তাকে নিয়ে চেন্নাই সুপার কিংসের আস্থার জায়গাটা তো আর কম নয়৷ এই ম্যাচের আগেই দলটির বোলিং কোচ ডোয়াইন ব্রাভো মন্তব্য করেছিলেন মুস্তাফিজুর ও মাথিশা পাথিরানাকে নিয়ে। তিনি চেন্নাইয়ের পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানিয়েছেন। 

বিশ্বকাপ জয়ী সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ব্রাভোর কাছে চেন্নাইয়ের বোলারদের কোচিং করানোর দায়িত্ব। এর আগে ২০২৩ মৌসুমে এই দায়িত্বে ছিলেন লক্ষপতি বালাজী। 

গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ হেরেছে চেন্নাই। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল প্রতিপক্ষের, বোলিং করেন মুস্তাফিজ। কিন্তু নো বল সহ প্রথম ৩ বলেই সেঞ্চুরি হাঁকানো মার্কাস স্টইনিসের কাছে হার স্বীকার করতে হয় তাকে। এর আগে অবশ্য তার করা প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে সংগ্রহ করেন একটি উইকেট। 

তবে এই ম্যাচের আগেই ব্রাভো জানিয়েছিলেন, “ফিজও (মুস্তফিজ) বেশ স্পেশাল। তার অ্যাকশনও অনেক আলাদা। বিশ্বে সেরা স্লোয়ার বোলার যারা আছে, সেখানে তার একটা সুনাম রয়েছে।  আপনি এদের বেশি কোনো কোচিং করানোর চেষ্টা করতে পারেন না। শুধু তাদের মাঝে কিছু জ্ঞান ও তথ্য আদান-প্রদান করা যায় এবং এটাকে যতটা সাধারণ রাখা যায়।” 

এছাড়াও শ্রীলঙ্কান তরুণ পেসার পাথিরানাকে নিয়ে বলতে গিয়ে ব্রাভো জানান, “পাথিরানা খুব স্পেশাল। আমি তাকে ‘বেবি মালিঙ্গা’ ডাকি। তাকে অবশ্য ‘বেবি গোট’ বলেও ডাকি। সে এমন কেউ নয় যে, তাকে আপনি কোচিং করাবেন। তার প্রকৃতিগত সক্ষমতা ও দক্ষতা রয়েছে।”

চিপকে লক্ষ্ণৌ এর বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়ারের শতকে ২১০ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে মার্কাস স্টইনিসের অপরাজিত ১২৪ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় লক্ষ্ণৌ।