বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম, শক্তিশালী স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম, শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম, শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম, শক্তিশালী স্কোয়াড ঘোষণা

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আজ ৩০ এপ্রিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এইডেন মার্করাম প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন। সঙ্গে দলে ফিরেছেন তারকা পেসার আনরিখ নরকিয়া। বার্গার আর লুঙ্গি আছেন ট্রাভেলিং রিজার্ভ হিসাবে।

বিশ্বকাপ দলে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তির মধ্যে আছেন আনরিখ নরকিয়া এবং কুইন্টন ডি কক। যারা সম্প্রতি ক্রিকেট সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন। নরকিয়া ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পিঠের চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে। আর ডি কক ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, ২০২২ সালে তিনি টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন।

রায়ান রিকেল্টন এবং অটনিয়েল বার্টম্যান সম্প্রতি এসএ২০ টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে দলে ডাক পেয়েছেন। এবং দুজনেই অভিষেকের অপেক্ষায় থেকে যাবেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ আসরে। রিকেল্টন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তিনি এমআই কেপ টাউনের হয়ে মোট ৫৩০ রান করেছেন। যেখানে তার গড় ছিল ৫৮.৮৮ এবং স্ট্রাইক রেট ১৭৩.৭৭। অন্যদিকে, বার্টম্যান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে আট ম্যাচে ১৮ উইকেট শিকার করেন।

তরুণদের সাথে, প্রোটিয়াদের শক্তিশালী ব্যাটিং অর্ডারে রয়েছে মার্করাম, ডি কক, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবস। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন কাগিসো রাবাদা, নরকিয়া, মার্কো জানসেন এবং জেরাল্ড কোয়েটজি। বিজর্ন ফরচুইন, কেশব মহারাজ এবং তাব্রাইজ শামসি ফ্রন্টলাইন স্পিনার হিসেবে থাকবেন।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেন্ড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাব্রাইজ শামসি ও ট্রিস্টান স্টাবস।

ট্রাভেলিং রিজার্ভ: নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি।