সন্দীপের পাঁচ, জাইসাওয়ালের শতক, রাজস্থানের জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সন্দীপের পাঁচ, জাইসাওয়ালের শতক, রাজস্থানের জয়

সন্দীপের পাঁচ, জাইসাওয়ালের শতক, রাজস্থানের জয়

সন্দীপের পাঁচ, জাইসাওয়ালের শতক, রাজস্থানের জয়

জয়ের ধারাবাহিকতা ধরে রাখল রাজস্থান রয়্যালস। জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান তাদের দখলে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান। 

ইয়াশাসভি জাইসাওয়ালের ব্যাট সবটুকু আলো কেড়ে নিয়েছে। তাকে নিয়ে যে ধরনের আশা করা হয়ে থাকে, তার প্রতিদান চলতি মৌসুমে দিতে পারেননি খুব একটা। তবে ভরসার জায়গার মান রাখলেন জাইসাওয়াল। 

মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থানের জয় নিশ্চিত করে, তবেই মাঠ ছেড়েছেন। ব্যাট হাতে পেয়েছেন সেঞ্চুরির দেখা। এই আসরে এর আগে তার সর্বোচ্চ রান ছিল ৩৯। 

লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে জস বাটলার ও জাইসাওয়াল মিলে গড়ে তোলেন ৭৪ রানের উদ্বোধনী জুটি। বাটলার ২৫ বলে ৩৫ করে ফিরলে বাকিটা অধিনায়ক সানজু স্যামসনকে সাথে নিয়ে নিশ্চিন্তে পাড়ি দেন জাইসাওয়াল। 

৬০ বল খেলে ৯ চার ও ৭ ছক্কায় ১০৪ রানে অপরাজিত ছিলেন জাইসাওয়াল। অন্যদিকে স্যামসন ২৮ বল খেলে ৩৮ রানে ক্রিজে থেকে মাঠ ছেড়েছেন। 

এর আগে চোট থেকে ফেরা রাজস্থান পেসার সন্দীপ শর্মার বোলিং নৈপূন্য চলেছে জয়পুরে। সন্দীপ একাই সংগ্রহ করেছেন প্রতিপক্ষের ৫ উইকেট। উইকেট হারানোর মিছিলে যোগ না দিলে, মুম্বাইয়ের রান বাড়তে পারত আরো কিছুটা। 

দলীয় ২০ রানে রোহিত শর্মা, ইশান কিষান ও সুরিয়াকুমার যাদবের মতো ব্যাটারদের হারিয়েছে দলটি। যেখানে কিষান ও সুরিয়াকুমারের উইকেট এসেছেন সন্দীপের হাত ধরে। 

এখান থেকে তিলক ভার্মা দলের পক্ষে হাল ধরেন। মোহাম্মদ নবী কিছুটা সহায়তা করেন বটে, তবে সেই ইনিংস খুব বড় হওয়ার সুযোগ হয়নি। ব্যক্তিগত ২৩ রান করে ফিরেছেন এই আফগান ব্যাটার। 

পরবর্তীতে নেহাল ওয়াধেরাকে সাথে নিয়ে তিলকের লম্বা দৌড়ে লড়াই করার পুঁজি পায় মুম্বাই। ২৪ বলে ৪৯ করা নেহালের উইকেট নিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। 

তিলক ফিরেছেন ইনিংসের শেষ ওভারে এসে। সন্দীপের শিকার হয়ে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস শেষে। একই ওভারে আরও ২ উইকেট তোলেন সন্দীপ। আর এতে ইনিংসে ৫ উইকেট নেওয়ার অর্জন নিজের করে নেন। এই পেসারের বোলিং ফিগার জানান দিচ্ছে, ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি এই কীর্তি গড়েন।