ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলের প্লে-অফ খেলতে পারবেন না

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলের প্লে-অফ খেলতে পারবেন না

ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলের প্লে-অফ খেলতে পারবেন না

ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলের প্লে-অফ খেলতে পারবেন না

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নিয়েছে, চলমান আইপিএলে ইংল্যান্ডের যে সমস্ত খেলোয়াড় খেলছেন, তারা প্লে-অফ খেলার সুযোগ পাবেন না। বরং আগামী ২২ মে থেকে শুরু হওয়া পাকিস্তান সিরিজে খেলার জন্য ইসিবির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন হলে রাজস্থান রয়্যালসের জস বাটলার, কোলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট, চেন্নাই সুপার কিংসের মইন আলি'র সুযোগ হবে না আইপিএল প্লে-অফ খেলার।

আজ (মঙ্গলবার) ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড স্কোয়াড৷ দলে সুযোগপ্রাপ্ত অনেক ক্রিকেটার এখন আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। আগামী মে মাসের ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্লে-অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সেখানে খেলা হবে না ইংলিশ ক্রিকেটারদের, যা নিশ্চিত করেছেন ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি।

আইপিএলে খেলছেন এমন ইংলিশ ক্রিকেটারদের মধ্যে জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস, রিস টপলি আছেন। তবে তাদের প্লে-অফ খেলার নিশ্চয়তা নেই বললেই চলে, খেলতে হলে জিততে হবে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাকি সব ম্যাচ।

ক্রিকেটাররা যুক্তরাজ্যে ফিরবে মে মাসের ১৮-১৯ তারিখের দিকে। যা ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো'র সুবাদে জানা যায়। পরবর্তীতে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর অপেক্ষায় থাকবে তারা।

ইসিবি এম.ডি রব বলেন, “আপনি কোনো কারণ ছাড়া তো কাউকে ফিরে আসার কথা বলতে পারেন না। সেখানে কিছু বিধিবিধান আছেন।"

"আমরা কোনো চোট বা ইংল্যান্ডের সাথে চুক্তি থাকা ছাড়া ফিল সল্টকে বলতে পারি না, উদাহরণস্বরূপ যে, ফিরে এসো এবং ১৫ ফিনের জন্য বিশ্রামে যাও। তবে এখানে ইংল্যান্ড সিরিজের আগে আগে একটা উইন্ডো আছে, যেখানে আপনি আপনার খেলোয়াড়দের ফিরিয়ে আনতে পারেন, ইংল্যান্ডের হয়ে খেলার জন্য বা চোটের কারণে।”