টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর অ্যাম্বাসেডর হলেন উসাইন বোল্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর অ্যাম্বাসেডর হলেন উসাইন বোল্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর অ্যাম্বাসেডর হলেন উসাইন বোল্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর অ্যাম্বাসেডর হলেন উসাইন বোল্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে হয়েছে উসাইন বোল্ট এর নাম। এই জ্যামাইকান দৌড়বিদ অলিম্পিকে ৮ বার গোল্ড মেডেল পাওয়ার গৌরব অর্জন করেছেন। ক্রীড়া-ক্ষেত্রে বোল্টের নাম সর্বত্র ছড়িয়ে আছে। তাঁকে খেলাধুলা অনুরাগী মানুষ চেনে না, এমনটি খুঁজে পাওয়া দুষ্কর। বোল্টের বিশ্বাস অলিম্পিক ২০২৮ এ প্রবেশের মাধ্যমে ক্রিকেটের দারুণ এক সফলতা ঘটবে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর সময় বেশি বাকি নেই। আগামী জুন মাসের শুরু থেকেই টুর্নামেন্টের ম্যাচগুলো পসরা সাজিয়ে বসবে। এরমধ্যে আনুষ্ঠানিকতার নানা রঙ লেগেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই দুই দেশ এবারের বিশ্বকাপ আয়োজন করবে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর এ ধরনের আয়োজনে বড় একটি ভূমিকা রাখে। সেই ব্যক্তির মাধ্যমে টুর্নামেন্টের প্রচার ও প্রসার ঘটে ব্যপকভাবে। জ্যামাইকার ক্যারিবিয়ান দ্বীপে ক্রিকেট খেলতে খেলতে বড় হওয়া বোল্ট এবার সেই দায়িত্বে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তিনি। 

নিজ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বোল্ট বলেন, “আমি আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্ব কাপে অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়ে দারুণ অনুভব করছি।“

“ক্যারিবিয়ান থেকেই এসেছি, যেখানে ক্রিকেট জীবনের অংশ। এই খেলাটি সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা ধরে রেখেছে। আমি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।“ 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ; দুই দেশের প্রতি আশা নিয়ে আছেন বোল্ট। দর্শক, ভক্ত, সমর্থক সকলে প্রবল উৎসাহ নিয়ে মাঠে আসবে, খেলা উপভোগ করবে, এটাই বিশ্ব-নন্দিত এই ক্রীড়াবিদের চাওয়া। ক্রিকেটের বিশ্বায়নে আসন্ন টুর্নামেন্ট ঘিরে সবার আগ্রহ বড় ভূমিকা রাখবে বলে বোল্ট মনে করেন।