Image

পাকিস্তান শাহীনসের কাছে ২০২ রানে অলআউট বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান শাহীনসের কাছে ২০২ রানে অলআউট বাংলাদেশ

পাকিস্তান শাহীনসের কাছে ২০২ রানে অলআউট বাংলাদেশ

পাকিস্তান শাহীনসের কাছে ২০২ রানে অলআউট বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস। মূল পর্বের আগে ঘাম ঝরানো ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ৩৮.২ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ, রান করতে পারে কেবল ২০২। 

বাংলাদেশের স্কোরবোর্ড ২০২'তে নিয়ে যেতে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার সৌম্য সরকার, এরপর মেহেদী হাসান মিরাজ। শেষদিকে তানজিম হাসান সাকিব ৩০ ও নাসুম আহমেদের ১৫ রানের ইনিংসের কল্যাণে দলের রান ছাড়িয়ে যায় দুইশো। 

ওপেনার তানজিদ হাসান তামিম ৬ রানের বেশি করতে পারেননি। ইনিংস বড় করতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। মাত্র ১২ রান করতেই মুবাসসির খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরত যান প্যাভিলিয়নে। 

মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া তাওহীদ হৃদয় উইকেট হারান ব্যক্তিগত ২০ রানে। ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম, ১৪ বল খেলা মুশফিক ৭ রানের বেশি করতে পারেননি। জাকের আলি অনিকও ফিরে গেছেন দ্রুত, মাত্র ৪ রানে।  

সৌম্য ৩৫, মিরাজ ৪৪, শেষদিকে তানজিম সাকিব ২৭ বলে ৩০ রান করে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন। এই ম্যাচে অবশ্য ব্যাট করতে নামেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three