বাংলাদেশ দলের পাকিস্তান সফরের চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের চূড়ান্ত সূচি প্রকাশ
বাংলাদেশ দলের পাকিস্তান সফরের চূড়ান্ত সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অনিশ্চয়তা কেটে গেছে কাল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও তা হবে তিন ম্যাচ। আজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৮ মে প্রথম টি-টোয়েন্টি লাহোরে, সিরিজ শেষ হবে জুনের ১ তারিখ।
ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী মে মাসে পাকিস্তানে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। পররবর্তীতে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের ক্রিকেট বোর্ড এই সফরে ৫ টি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেয়। তবে এখন ৫ থেকে কমে ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
নতুন সূচি অনুসারে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে, এরপর ৩০ মে শুক্রবার দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ১ জুন রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবগুলো ম্যাচই লাহোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে (বাংলাদেশ সময় রাত ৯টা)।
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের ২৫ মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। সিরিজ শুরুর আগের দুই দিন ২৬ ও ২৭ মে অনুশীলন সেশন সম্পন্ন করবে লিটন দাসের দল।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-
২৮ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, লাহোর
৩০ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, লাহোর
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।