Image

৮ ছক্কায় ১৬ বলে ফিফটি, ডি ভিলিয়ার্সকে মনে করালেন ম্যাথু ফোর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৮ ছক্কায় ১৬ বলে ফিফটি, ডি ভিলিয়ার্সকে মনে করালেন ম্যাথু ফোর্ড

৮ ছক্কায় ১৬ বলে ফিফটি, ডি ভিলিয়ার্সকে মনে করালেন ম্যাথু ফোর্ড

৮ ছক্কায় ১৬ বলে ফিফটি, ডি ভিলিয়ার্সকে মনে করালেন ম্যাথু ফোর্ড

ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নজিরবিহীন এক কীর্তি গড়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম বলে অর্ধশতকের রেকর্ডে নাম লেখালেন ফোর্ড।

৮ নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলেই ৫৮ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন ম্যাথু ফোর্ড। তাঁর ব্যাটিং দৃঢ়তা এবং আক্রমণাত্মক মনোভাব ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহে পৌঁছাতে সাহায্য করে। ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩৫২/৮।

২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক করেন এবি ডি ভিলিয়ার্স, যা আজও বিশ্বের দ্রুততম ওডিআই ফিফটির রেকর্ড হিসেবে বিবেচিত হয়। এবার সেই রেকর্ডেই নাম তুললেন মাত্র ২৩ বছর বয়সী ফোর্ড।

ম্যাচে তাঁর অসাধারণ পারফরম্যান্স শুধু ব্যাট হাতে নয়, বোলিংয়েও কার্যকর ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলের উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচিত ফোর্ড ইতোমধ্যে প্রমাণ করছেন, তিনি একজন কার্যকর অলরাউন্ডার।

এমন ঐতিহাসিক দিনে ক্যারিবিয়ান ক্রিকেটে যোগ হলো আরেকটি গর্বের অধ্যায়। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই তরুণ অলরাউন্ডার কিভাবে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যেতে পারেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three