Image

'ক্যারিয়ার ধ্বংসের' জন্য বিসিবির কাছে বিচার চাইলেন রুমানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'ক্যারিয়ার ধ্বংসের' জন্য বিসিবির কাছে বিচার চাইলেন রুমানা

'ক্যারিয়ার ধ্বংসের' জন্য বিসিবির কাছে বিচার চাইলেন রুমানা

'ক্যারিয়ার ধ্বংসের' জন্য বিসিবির কাছে বিচার চাইলেন রুমানা

নারী ক্রিকেট দলের সাবেক নিয়মিত সদস্য রুমানা আহমেদ বিস্মিত, ক্ষুব্ধ এবং হতাশ। নারী বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা না পাওয়া এবং সাম্প্রতিক সিরিজগুলোতে দলে না থাকার পেছনে কোনো সুস্পষ্ট বার্তা না পাওয়ায় প্রশ্ন তুলেছেন বিসিবির নীতিমালার উপর। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি দাবি করেন, শুধু সিনিয়র ক্রিকেটার হওয়ার কারণেই তার ক্যারিয়ার ‘ধ্বংস’ করা হচ্ছে।

রুমানা লেখেন, “আমি খেলি কিংবা না খেলি, এই অনৈতিকতা ও অরাজকতা চলতে পারে না। দয়া করে নির্দিষ্ট করে কিছু বলুন। কোনো কারণ ছাড়াই তিন বছর (না খেলানো) মজার কিছু নয়! আমার রেকর্ড বলছে, আমি বাজে ক্রিকেট খেলি না এবং অনৈতিক কিছুও করিনি। সিনিয়রটি কখনও অভিশাপ হতে পারে না।”

তিনি আরও বলেন, যারা তার উজ্জ্বল ক্যারিয়ার নষ্ট করার পেছনে জড়িত, তাদের বিচারের দাবি জানান তিনি।

 

২০২৩ সালে শ্রীলঙ্কা সফরের দলে বাদ পড়ার পর ফিটনেস ইস্যু সামনে আনে বিসিবি। যদিও সেটি ‘বিশ্রাম’ বলেই ব্যাখ্যা করা হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। তবে রুমানা তখনই স্পষ্ট করে দেন, এই ব্যাখ্যা মানছেন না তিনি। এমনকি সে সময় এক স্ট্যাটাসে লেখেন “নো মোর ক্রিকেট…” এবং সাংবাদিকদের জানান, “দ্রুতই সব জানবেন। আনুষ্ঠানিকভাবে সব জানাব।”

২০১১ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন রুমানা। ৫০ ওয়ানডেতে ৯৬৩ রান ও ৫০ উইকেট এবং ৮৭ টি-টোয়েন্টিতে ৮৬৬ রান ও ৭৫ উইকেট রয়েছে তার ঝুলিতে। ২০১৮ সালে নারী এশিয়া কাপে বাংলাদেশ দলের ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ে তার ছিল অসাধারণ অবদান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three