Image

থাইল্যান্ড, নেপাল জায়গা পেল ২০২৬ বিশ্বকাপের গ্লোবাল বাছাইপর্বে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
থাইল্যান্ড, নেপাল জায়গা পেল ২০২৬ বিশ্বকাপের গ্লোবাল বাছাইপর্বে

থাইল্যান্ড, নেপাল জায়গা পেল ২০২৬ বিশ্বকাপের গ্লোবাল বাছাইপর্বে

থাইল্যান্ড, নেপাল জায়গা পেল ২০২৬ বিশ্বকাপের গ্লোবাল বাছাইপর্বে

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর এশিয়া কোয়ালিফায়ারে সুপার থ্রি পর্বে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে মূল বাছাই পর্বে জায়গা করে নিয়েছে থাইল্যান্ড ও নেপাল।

ব্যাংককে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় নয়টি দল, যেখানে সেরা দুই দল বিশ্বকাপের চূড়ান্ত বাছাই পর্বে খেলার সুযোগ পায়।

সুপার থ্রি পর্বে থাইল্যান্ড, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিদ্বন্দ্বিতা করে। রবিবার থাইল্যান্ড ৫৪ রানে আরব আমিরাতকে হারায়। ম্যাচে নাত্তায়া বুচাথাম ৪৯ ও নাত্তাকান চাথাম ৪৬ রান করেন, যার ফলে থাইল্যান্ড তোলে ১৪৪/৫। জবাবে আরব আমিরাত করে মাত্র ৯০/৫। থাইল্যান্ডের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন থিপাচা পুত্তাওয়ং (২/২৭)।

সোমবারের ম্যাচে নেপাল সংযুক্ত আরব আমিরাতকে কে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে। বাঁ-হাতি পেসার মনীষা উপাধ্যায়ের ৪/২০ বোলিং ফিগারে আরব আমিরাত তোলে ১১৪/৭। পরে অধিনায়ক ইন্দু বর্মার ৩০ বলে ৩০ রানের দায়িত্বশীল ইনিংসে নেপাল জয় নিশ্চিত করে তিন বল হাতে রেখেই।

এখন থাইল্যান্ড ও নেপাল আরও আটটি দলের সঙ্গে বিশ্বকাপের চূড়ান্ত বাছাই পর্বে লড়বে, যেখান থেকে চারটি দল পাবে ২০২৬ সালের মূল বিশ্বকাপে খেলার টিকিট। প্রতিযোগিতার সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three