Image

জোড়া সেঞ্চুরিতে হেডিংলিতে ভারতময় এক দিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 2 ঘন্টা আগে
জোড়া সেঞ্চুরিতে হেডিংলিতে ভারতময় এক দিন

জোড়া সেঞ্চুরিতে হেডিংলিতে ভারতময় এক দিন

জোড়া সেঞ্চুরিতে হেডিংলিতে ভারতময় এক দিন

রোহিত শর্মা ও ভিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যাটিং নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও প্রথম দিনেই তা মুছে দিলো ভারতের নতুন প্রজন্ম। হেডিংলিতে শুবমান গিল ও যশস্বী জয়সোয়াল সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতকে শক্ত ভিত গড়ে দেন। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩৫৯ রান ৩ উইকেটে।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু সেই সিদ্ধান্ত পুরোপুরি ব্যুমেরাং হয়ে ফিরে আসে তাদের দিকেই। শুরুতেই যশস্বী ও কেএল রাহুল দুর্দান্ত সূচনা এনে দেন। দুই ওপেনার সাবলীল ব্যাটিংয়ে রান তোলেন দ্রুত গতিতে। 

রাহুল ৩৪ রানে আউট হলেও যশস্বী খেলেন চমৎকার এক ইনিংস। বিদেশের মাটিতেও যশস্বী দেখালেন নিজের সামর্থ্য। ১৭টি চারের সাহায্যে ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তবে চা-বিরতির পরপরই বেন স্টোকসের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।

অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন শুবমান গিল। শুরুতে কিছুটা নার্ভাস দেখালেও পরে তিনি হয়ে ওঠেন একদম আত্মবিশ্বাসী। ১২৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। ম্যাচের আগেরদিন ব্যাট হাতে ‘ডমিনেট’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রথম ইনিংসেই তা বাস্তব করে দেখালেন।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘদিন পর খেলতে নেমে পুরোনো আগ্রাসী রূপেই দেখা গেল রিশাব পান্টকে। দিন শেষের দিকে এসে গিলের সঙ্গে জুটি গড়ে তোলেন এবং ৬৫ রানে অপরাজিত আছেন। একাধিক চার ও ছক্কায় তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি ফিরে এসেছেন চেনা ছন্দেই।

বল হাতে ইংল্যান্ডের সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক বেন স্টোকস, নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে ব্রাইডন কার্স পেয়েছেন ১টি। বাকিদের কেউই কার্যকর প্রভাব ফেলতে পারেননি। বিশেষ করে নতুন বলে দ্বিতীয় স্পেলে কোনো সাফল্য না আসায় তাদের চাপ আরও বেড়েছে।

দ্বিতীয় দিন শুরু করবেন শুবমান গিল ও রিশাব পান্ট। লক্ষ্য থাকবে স্কোরবোর্ডে আরও বড় রান তোলার। ইংল্যান্ডের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ ভারতীয় ব্যাটিং লাইনআপকে থামিয়ে ম্যাচে ফেরার পথ খুঁজে বের করা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three