পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজটি মাঠে গড়াবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে, ৮, ১০ ও ১২ আগস্ট। বিশ্বকাপ ২০২৭ কে সামনে রেখে দল গঠনের পরিকল্পনায় সিরিজটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
দল ঘোষণার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, অলরাউন্ডার রোমারিও শেফার্ড দলে ফিরেছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে আলজারি জোসেফকে। এছাড়া সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মূল স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা।
দলটির হেড কোচ ড্যারেন স্যামি বলেন, "গত ১৮ মাসে আমরা যেভাবে এগিয়ে গেছি, সেটা ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ। পাকিস্তান বিশ্ব র্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে থাকা দল, তাই এই সিরিজ আমাদের জন্য পয়েন্ট অর্জনের বড় সুযোগ।"
তিনি আরো বলেন, "শুধু ২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করাই নয়, দীর্ঘমেয়াদে দলকে পরিণত করার লক্ষ্যেও এই সিরিজ গুরুত্বপূর্ণ।"
ওয়েস্ট ইন্ডিজ দল:
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জানগু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে আয়োজিত তিনটি ওয়ানডের প্রথমটি অনুষ্ঠিত হবে ৮ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১০ ও ১২ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে।