Image

আইসিসির আচরণবিধি ভাঙায় ক্রস, ওয়াটকে জরিমানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির আচরণবিধি ভাঙায় ক্রস, ওয়াটকে জরিমানা

আইসিসির আচরণবিধি ভাঙায় ক্রস, ওয়াটকে জরিমানা

আইসিসির আচরণবিধি ভাঙায় ক্রস, ওয়াটকে জরিমানা

স্কটল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার ম্যাথু ক্রস ও মার্ক ওয়াটকে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

শনিবার আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে লেভেল ১ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে। তারা আইসিসির কোড অফ কনডাক্টের ২.৮ ধারায় অপরাধ করেছেন, যা "আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ" সম্পর্কিত।

ঘটনার বিবরণ অনুযায়ী, ইনিংসের ৪৬তম ওভারে রুলফ ভ্যান ডার মারউয়ের একটি ডেলিভারিতে এলবিডব্লিউ হওয়ার পর ম্যাথু ক্রস ব্যাট দেখিয়ে অসন্তোষ জানান এবং ক্রিজ ছাড়তে বিলম্ব করেন। অন্যদিকে, ৪১তম ওভারে স্কট এডওয়ার্ডসের বিপক্ষে একটি আবেদন নাকচ হলে ওয়াট মাটিতে টুপি ছুড়ে মারেন এবং প্রকাশ্যে অসন্তোষ জানান।

এই অপরাধের জন্য উভয়ের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে এক করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে তাদের কোনো শৃঙ্খলাভঙ্গের রেকর্ড ছিল না।

দুই ক্রিকেটারই দোষ স্বীকার করে নেন এবং এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি ফিল থমসনের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার রিওয়ান আকরাম, রোল্যান্ড ব্ল্যাক এবং রিজার্ভ আম্পায়ার নিতিন বাথি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল ১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার ও সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি কর্তন এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট আরোপ করা হতে পারে।

Details Bottom