Image

রাশিদ লতিফের চোখে; বাবর আজম 'দুর্বল অধিনায়ক'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 9 ঘন্টা আগে
রাশিদ লতিফের চোখে; বাবর আজম 'দুর্বল অধিনায়ক'

রাশিদ লতিফের চোখে; বাবর আজম 'দুর্বল অধিনায়ক'

রাশিদ লতিফের চোখে; বাবর আজম 'দুর্বল অধিনায়ক'

ক্রিকেটারদের ব্যর্থতায় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বমঞ্চে পাকিস্তানি ক্রিকেটারদের এমন শোচনীয় পারফরম্যান্সে সমালোচনায় মেতেছে অনেকেই। ব্যর্থতার সবচেয়ে বড় দায় দেয়া হচ্ছে পাকিস্তানের অধিনায়ক বাবার আজমকে। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাশিদ লতিফ বাবরকে বলেছেন 'দুর্বল অধিনায়ক'।

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে নয় বরং বাবরের নেতৃত্বে পাকিস্তান দল ওয়ানডে বিশ্বকাপে করে শোচনীয় পারফরম্যান্স। ব্যর্থ হয় সেমিফাইনালে উঠতে। আফগানিস্তানের বিপক্ষেও হারের মুখ দেখতে হয় তাদের। ব্যর্থতার দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরেও দাড়ান বাবর। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুনরায় অধিনায়ক হন তিনি। 

তারপর ফলাফলটা সবারই জানা। যুক্তরাষ্ট্রে,ভারতের কাছে হার, সুপার এইটে না উঠতে পারা। ধারাবাহিক ভাবে বাবরের অধীনে দলের ব্যর্থতায় তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিদ লতিফ।

'ওয়ানডে বিশ্বকাপের পর বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া উচিত হয়নি। তার জায়গায় শাহীনকে অধিনায়ক করা হয়েছিলো। কিন্তু ২য় দফায় তার অধিনায়কত্ব দুর্বল হয়ে পরেছিল, বাবরকে দেখতে দুর্বল লাগছিল। এভাবে দল গঠন করা উচিৎ হয়নি।'

বাবর আজম যদি অধিনায়কত্ব না ছাড়েন তাহলে বড় ভুল হবে বলে রাশিদ লতিফ জানান, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর লড়েনি। তার সবচেয়ে বড় ভুল ছিলো আবারো অধিনায়কত্ব গ্রহন করা। সে যদি এখনো অধিনায়ক হিসাবে খেলা চালিয়ে যায় তাহলে সেটা আরো বড় ভুল হবে। সে খেলা থেকে অনেক দূরে সরে গেছে।' 

এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে বাবর আজম রান করেছেন ১২২, গড় ৪০.৬৬।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three