Image

শান্তর অফফর্মের কারণ ব্যাখ্যা করলেন হাথুরুসিংহে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শান্তর অফফর্মের কারণ ব্যাখ্যা করলেন হাথুরুসিংহে

শান্তর অফফর্মের কারণ ব্যাখ্যা করলেন হাথুরুসিংহে

শান্তর অফফর্মের কারণ ব্যাখ্যা করলেন হাথুরুসিংহে

বোলারদের নৈপুণ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব উতরে গেলেও সুপার এইটে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ভারত। শক্তিশালী এই দলগুলোর বিপক্ষে জিততে হলে ব্যাটারদের জ্বলে ওঠার বিকল্প নেই বাংলাদেশের।

নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন টি ম্যাচ জেতা বাংলাদেশের জন্য সর্বোচ্চ। অধিনায়ক হিসাবে দলকে সুপার এইটে তোলায় এই কৃতিত্ব দেওয়া যায় শান্তকে। তবে ব্যাটিংয়ে তিনি একেবারেই ব্যর্থ। বিশ্বকাপের ৪ ম্যাচে শান্ত রান করেছেন মাত্র ২৬। বার বার ব্যাটিং পজিশন বদলেও ব্যাটে রান ফেরেনি শান্তর।

বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদিকদের আলাপচারিতায় তাই স্বাভাবিকভাবেই উঠে এসেছে শান্তর অফফর্ম প্রসঙ্গ। তবে শান্তর ব্যাটে রান না আসার দায় কন্ডিশনকে দিচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন,

"শুধু শান্ত না, আপনি যদি দেখেন বেশিরভাগ দলেরই টপ অর্ডার স্ট্রাগল করছে এই টুর্নামেন্টে। কারণ উইকেট নতুন বলের জন্য কঠিন। প্রতিটি দলই খেলতে নামছে ভালো স্কোর কি তা না জেনেই, টপ ২-৩ ব্যাটাররা কন্ডিশন বুঝছে, তাঁদের এটা করতে হচ্ছে খেলেই। শান্ত যখন রান করে তা ম্যাচ জেতানো। সে দারুণ এক ক্রিকেটার, খুব গুরুত্বপূর্ণ এক ব্যাটার। আমি নিশ্চিত কন্ডিশন যদি ভালো হয় তাহলে ও ভালো করবে ম্যাচ গুলোতে।"

অস্ট্রেলিয়ার বিপক্ষে টপ অর্ডার ব্যাটারদের পাশাপাশি অন্য ব্যাটাররাও রানে ফিরুক চান হাথুরুসিংহে। তিনি বলেন, "আলোচনা সবসময় যেরকম হয় আমরা চাই আমাদের শীর্ষ ৭ ব্যাটার ব্যাট করুক। কিন্তু এখানে উইকেট চ্যালেঞ্জিং কেবল আমাদের জন্যই না সবার জন্যই। যার ফলে আমাদের বোলাররা আমাদের ম্যাচে রাখছে। আমাদের ১ রান বেশি করতে হবে তাদের চেয়ে অথবা যা করি তা ডিফেন্ড করতে হবে। আমরা অনেক আত্মবিশ্বাসী আছি কারণ আমাদের বোলিং অনেক কিছু কাভার করছে। কন্ডিশন অন্যরকম হলে আমাদের বোলাররা যদি রান দিয়ে ফেলে আশা করি আমাদের ব্যাটাররা তা তাড়া করে ফেলতে পারবে।"

শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টা ৩০ মিনিটে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three