হায়দ্রাবাদের রান বন্যা, আইপিএল যেনো ভিডিও গেম
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 5
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

হায়দ্রাবাদের রান বন্যা, আইপিএল যেনো ভিডিও গেম
হায়দ্রাবাদের রান বন্যা, আইপিএল যেনো ভিডিও গেম
আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আগে ব্যাট করে ইশান কিশানের সেঞ্চুরিতে ২৮৬ রান তোলে হায়দ্রাবাদ। জবাবে নির্ধারিত ওভারে ২৪২ রান তুলতেই আঁটকে যায় রাজস্থান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু করে হায়দ্রাবাদের ২ ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ১১ বলে ২৪ রান করে আউট হন অভিষেক। ৯ চার ও ৩ ছয়ে ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড।
জফরা আর্চারকে তুলোধুনো করে টর্নেডোর গতিতে রান তুলতে থাকে ইশান কিশান। তাকে সঙ্গ দেয়া নিতিশ কুমার রেড্ডি ফেরেন ১৫ বলে ৩০ করে। শেষ দিকে হেনরিখ ক্লাসেন খেলেন ১৪ বলে ৩৪ রানের ইনিংস। শতক হাকিয়ে ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন ইশান। তার ইনিংসে ছিলো ১১ টি চার ও ৬ টি ছক্কা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে হায়দ্রাবাদ সংগ্রহ করে ২৮৬ রান।
রাজস্থানের বোলারদের অবস্থা ছিলো শোচনীয়। ৪৪ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করেন তুষার দেশপান্ডে। ৫২ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন মহেশ থিকশানা। এদিকে জফরা আর্চার ৭৬ রান দিয়ে গড়েন আইপিএলে সবচেয়ে খরুচে বোলারের রেকর্ড।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বলে ১ করে আউট হন জশস্বী জয়সোয়াল। রিয়ান পরাগ ও নিতিশ রানাও হন ব্যর্থ। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান। চতুর্থ উইকেটে ৬০ বলে ১১১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখে ধ্রুভ জুরেল ও সাঞ্জু স্যামসন।
স্যামসন ৬৬ ও জুরেল করেন ৭০ রান। শিমরন হেটমায়ার ও শুভহাম দুবে ঝড়ের গতিতে রান তুললেও হায়দ্রাবাদের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করা সম্ভব হয়নি। ৬ উইকেট হারিয়ে ২৪২ এই থামতে হয় রাজস্থানকে।
হায়দ্রাবাদের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন সিমারজিত সিং এবং হার্শাল প্যাটেল।