Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সেমিফাইনালে ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সেমিফাইনালে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সেমিফাইনালে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সেমিফাইনালে ভারত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী ভারত। অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের সুর বাজছে অজি শিবিরে। এই জয়ে গেলো ওয়ানডে বিশ্বকাপের হারের ক্ষতটা কিছুটা হলেও মিটিয়ে নিয়েছে ভারত।

সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৫ বলে শূন্য রানে ফেরেন ভিরাট কোহলি। এরপর অজি বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকেন রোহিত শর্মা। চার, ছক্কার ফুলঝুরিতে মাত্র ১৯ বলেই ফিফটি করেন তিনি।

স্টার্কের এক ওভারেই রোহিত নেন ২৯ রান। তবে সেই স্টার্কের বলেই বোল্ড হয়ে শতকের খুব কাছে গিয়েও ফিরতে হয় তাকে। ৪১ বলে ৯২ রান করতে তিনি মেরেছেন ৮ টি ছক্কা ও ৭ টি চার। রোহিত আউট হলে ঝড়ো ব্যাটিং করতে থাকেন সূর্যকুমার যাদব। তিনি মাত্র ১৬ বল খেলে তিন চার আর দুই ছক্কায় ৩১ রান করেন।

শেষ দিকে ১৭ বলে এক চার আর দুই ছক্কায় ২৭ রান করেন অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২০৫ রানের পাহাড় গড়ে ভারত। 

২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পরে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও মিশেল মার্শের জুটিতে রানরেট ঠিক রেখে এগোতে থাকে অজিরা। ৩৭ রান করে কুলদ্বীপ যাদবের বলে প্যাটেলের হাতে দুর্দান্ত ক্যাচ দিয়ে বিদায় নেন মার্শ। 

বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে এক প্রান্তের রান সচল রেখেছিলেন হেড। ১৩ ওভারে ২ উইকেটে ১২৮ রান করে ভালো পজিশনেই ছিল অস্ট্রেলিয়া। ২০ রান করে ম্যাক্সওয়েল আউট হলে ছন্দ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

শেষ দিকে একের পর এক উইকেট পতনের কারণে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে ভারত জয় পায় ২৪ রানের।

ভারতের হয়ে ৩ টি উইকেট নেন আর্শদ্বীপ সিং। কুলদ্বীপ যাদব নেন ২ উইকেট। ম্যাচ সেরা হন রোহিত শর্মা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three