Image

অভিষেক ম্যাচেই পাকিস্তানকে জিতিয়ে আসলেন হাসান নওয়াজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 15 মিনিট আগে
অভিষেক ম্যাচেই পাকিস্তানকে জিতিয়ে আসলেন হাসান নওয়াজ

অভিষেক ম্যাচেই পাকিস্তানকে জিতিয়ে আসলেন হাসান নওয়াজ

অভিষেক ম্যাচেই পাকিস্তানকে জিতিয়ে আসলেন হাসান নওয়াজ

দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারাল পাকিস্তান। অভিষেক ম্যাচে ৬৩ রানের হার-না-মানা ইনিংস খেলা হাসান নওয়াজ জিতলেন ম্যাচ সেরার পুরষ্কার। 

টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডেতেও ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। ত্রিনিদাদে টসে হেরে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ২৮০ রান। এই লক্ষ্য ১১ বল বাকি থাকতে তাড়া করে পাকিস্তান। 

মোহাম্মদ রিজওয়ানের ফিফটির পর হাসান নওয়াজ ৫৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শেষদিকে তাকে সঙ্গ দেওয়া হোসাইন তালাতের ব্যাট থেকে আসে ৪১ রান।

এর আগে ৫৩ করে আউট হন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনে নামা বাবর আজম অল্পের জন্য ফিফটি পাননি, আউট হন ৪৭ রান করে। ওপেন করতে নেমে ব্যর্থ হব সাইম আইয়ুব, ৫ রানের বেশি করতে পারেননি ১২ বল খেলে। আরেক ওপেনার আবদুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ২৯ রান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three