বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
পিএসএল আগামী ১৭ মে পুনরায় শুরু, ফাইনাল হবে ২৫ মে। আর তাতেই পিছিয়ে গেল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। আগের সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে হওয়ার কথা ছিল প্রথম ম্যাচ। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে মে মাসের ২৭ তারিখ থেকে।
পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পিএসএলের বাকি অংশের জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে, সেটা বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচির সঙ্গে সাংঘর্ষিক। নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ফয়সালাবাদে।
পিএসএলের সূচি পরিবর্তিত হওয়ায় তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচিতেও আসছে পরিবর্তন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টাইগারদের আসন্ন পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি সংশোধিত ভ্রমণসূচি পাঠিয়েছে।
নতুন সূচি অনুসারে, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-
২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।