বিশ্বচ্যাম্পিয়নদের ১৩ রানে হারাল জিম্বাবুয়ে
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

বিশ্বচ্যাম্পিয়নদের ১৩ রানে হারাল জিম্বাবুয়ে
বিশ্বচ্যাম্পিয়নদের ১৩ রানে হারাল জিম্বাবুয়ে
হারারেতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের ১৩ রানে হারিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ে। ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের বহু কাঙ্ক্ষিত এই জয় আসলো ৮ বছর পর।
কদিন আগেই শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ স্কোয়াডকে বিশ্রাম দিয়ে ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়েছে জিম্বাবুয়েতে। এই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন শুবমান গিল। তবে এটা ভারতের জাতীয় দলই। এই দলকে হারানোর রোমাঞ্চ বহুদিন থাকবে সিকান্দার রাজাদের।
হারারেতে আগে ব্যাট করতে নেনে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে করে ৯ উইকেটে ১১৫ রান। ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত ছিলেন সাতে নামা ক্লাইভ মাদান্দে। ওপেনার ওয়েসলি মাধেভেরে করেছেন ২২ বলে ২১, ব্রায়ান বেনেট ১৫ বলে ২২, ডিওন মায়ার্স ২২ বলে ২৩ রান করেন।
ভারতের হয়ে জিম্বাবুয়ের লাগাম একাই টেনে ধরেছেন রবি বিষ্ণয়
এই লেগ স্পিনার নেন ১৩ রানে ৪ উইকেট। ১১ রানে ২ টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। ৪ বলে ০ রান করে আউট হন ওপেনার অভিষেক শর্মা। এরপর একে একে উইকেট হারাচ্ছিলো সফরকারীরা। পাওয়ার প্লে তে ভারতের সংগ্রহ দাড়ায় ৪ উইকেটে ২৮ রান।
তবে কিছুটা আশার আলো দেখাচ্ছিলেন অধিনায়ক শুভমান গিল। কিন্তু ২৯ বলে ৫ চারে এই রান করার পর প্রতিপক্ষ অধিনায়ক সিকান্দার রাজার বলে বোল্ড হন ভারত অধিনায়ক।
এক পর্যায়ে ৮৬ রানের মাঠায় ভারত হারিয়ে ফেলে ৯ উইকেট।
জিততে হলে শেষ ওভারে ভারতের সমীকরণটা দাঁড়ায় ১৬ রানের। প্রথম ২ বল থেকে আসে ২ রান। ৩য় ও ৪র্থ বল হয় ডট। এরপর পঞ্চম বলে ক্যাচ তোলেন ৩৪ বলে ২৭ রান করা সুন্দর। সেই সাথে অলআউট হয় ভারত। এবং ১৩ রানের জয় পায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের হয়ে ৩ টি করে উইকেট নেন চাতারা ও সিকান্দার রাজা। অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হন সিকান্দার রাজা।